• SSC-র নিয়োগের আবেদনে সাড়া কম, বাড়ছে সময়
    এই সময় | ১৩ জুলাই ২০২৫
  • এই সময়: স্কুল সার্ভিস কমিশনের চলতি নিয়োগ প্রক্রিয়ায় শুক্রবার পর্যন্ত চার লাখ প্রার্থী আবেদন করেছেন। নবম-দশম ও একাদশ-দ্বাদশে ৩৫ হাজারের বেশি শূন্য শিক্ষক পদে আবেদনের এই সংখ্যাকে অবশ্য আশাপ্রদ মনে করছেন না কেউই।

    ২০১৬ সালের সঙ্গে তুলনা করলে এবং শূন্যপদ, গত কয়েক বছরে স্নাতক-স্নাতকোত্তরে উত্তীর্ণ ও বিএড প্রশিক্ষণপ্রাপ্তের সংখ্যার নিরিখে এ বার অন্তত দু’টি স্তরে সাত-সাড়ে সাত লাখ প্রার্থীর আবেদনের কথা ছিল বলেই তাঁদের অনুমান।

    সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ১৬ জুন অনলাইনে নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন গ্রহণ শুরু করেছিল। নানা কারণে সেই আবেদন প্রক্রিয়ায় অবশ্য ব্যাঘাত ঘটেছে। কখনও ওয়েবসাইটে প্রযুক্তিগত ত্রুটির কারণে অথবা ওবিসি সংরক্ষণে ক্যাটিগরি (এ/বি) ডিলিট করতে গিয়ে সমস্যা হয়েছে।

    সব মিলিয়ে পাঁচ দিন পোর্টালের কাজকর্ম বন্ধ ছিল। সে জন্যে ১৪ জুলাই আবেদনের শেষ দিন বলে পূর্ব ঘোষণা থাকলেও এই সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হচ্ছে। স্কুলশিক্ষা দপ্তরের এক কর্তা শনিবার এ কথা জানিয়েছেন।

    সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ ২০১৬ সালের গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজের যে রায় দিয়েছিল, তার রিভিউ চেয়ে ইতিমধ্যে শীর্ষ আদালতে আবেদনও করেছে রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ।

    গরমের ছুটির পরে ১৪ জুলাই, সোমবার সুপ্রিম কোর্টের রেগুলার বেঞ্চের কাজকর্ম শুরু হচ্ছে। শীর্ষ আদালতে এসএসসি-র রিভিউ পিটিশনের পাশাপাশি উচ্চশিক্ষায় ভর্তি ও সরকারি নিয়োগে ওবিসি সংরক্ষণ নীতি নিয়েও রাজ্যের আবেদনের শুনানি হওয়ার কথা রেগুলার বেঞ্চে।

    এই দু’টি মামলার রায়ের উপরে অনেকাংশে নির্ভর করছে এসএসসি–র নিয়োগ প্রক্রিয়া। তাই এই মামলা দু’টির রায় না দেখে আবেদনের দিনক্ষণ শেষ করা হবে না বলেই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জল্পনা রয়েছে।

    বিকাশ ভবনের কোনও কোনও কর্তা মানছেন, এসএসসি–র নিয়োগে দুর্নীতির কারণে সাধারণ চাকরিপ্রার্থীরা অনেকে বিশ্বাস হারিয়েছেন।

    ২০১৬ সালে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর প্যানেল বাতিলের পরে নতুন নিয়োগ-বিধিতে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবেন কি না, তা নিয়েও কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চে একের পর এক মামলা হয়েছে। সব মিলিয়েই চাকরিপ্রার্থীরা এসএসসি-র নিয়োগে আবেদনের আগ্রহ হারাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)