শুভেন্দুর কাশ্মীর নিয়ে মন্তব্য ‘ব্যক্তিগত, বন্ধ অধ্যায়’: শমীক
আনন্দবাজার | ১৩ জুলাই ২০২৫
কাশ্মীর-সহ দেশের মুসলিম-অধ্যুষিত এলাকায় ভ্রমণ না-করার জন্য বাঙালি পর্যটকদের পরামর্শ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে তাঁকে তৃণমূল কংগ্রেস এবং বামেরা নিশানাও করেছিল। এই প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শনিবার শুভেন্দুর বক্তব্যকে ‘ব্যক্তিগত মত’ ও ‘বন্ধ অধ্যায়’ (ক্লোজ়ড চ্যাপ্টার) বলে দাবি করলেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে তাঁকে ও বঙ্গের পর্যটকদের ‘নিশ্চিন্তে কাশ্মীরে আসুন’ বলে বার্তা দিয়েছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তার প্রেক্ষিতেই পহেলগামের জঙ্গি-হামলার কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু বঙ্গবাসীকে কাশ্মীরে যেতে নিষেধ করেছিলেন। এই আবহে শমীক বলেছেন, “দল মনে করে যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল, সেই মাটি (জম্মু ও কাশ্মীর) আমাদের। আমার সেখানে যাব। পাকিস্তান যাকে ‘আজ়াদ কাশ্মীর’ বলে দাবি করে, সেটাও আমাদের। আজ না-হয় কাল, সেখানেও যাব।” শুভেন্দুর বক্তব্য প্রসঙ্গে শমীক আরও বলেছেন, “এটা ওঁর ব্যক্তিগত মত। এটা এখন ‘বন্ধ অধ্যায়’!” পাশাপাশি, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুকে নানা প্রান্তে গিয়ে মানুষের সঙ্গে মিশতে হয় এবং সবার কণ্ঠস্বর তাঁকে প্রতিফলিত করতে হয়, তা-ও মনে করিয়ে দিয়েছেন শমীক।
পহেলগামে নিহত রাজ্যের বিতান অধিকারী ও সমীর গুহের বাড়িতে যাওয়ার জন্য ওমরের উদ্দেশে আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা। সেই সূত্র ধরেই ওমরের উদ্দেশে শমীকও বলেছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না, ধর্ম নিয়ে রাজনীতি করবেন আর বাংলায় এসে বলবেন কাশ্মীরে আসুন। তা হলে বিরোধী দলনেতা বলবেনই যে আগে পরিস্থিতি ঠিক করুন তার পরে কাশ্মীরে যাওয়ার কথা হবে।” এই প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অবশ্য প্রতিক্রিয়া, “বিষয়টি নিয়ে যা বলার রাজ্য সভাপতি এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রী বলবেন।”
এর পাশাপাশি, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, এ দিন এমন দাবি করে তৃণমূলকে ‘হুঁশিয়ারি’ও দিয়েছেন শমীক। তাঁর বক্তব্য, “নতুন সরকার এলে ১৫-২০ দিন গোছাতে লাগে। তখন রাজ্যপালের দায়িত্ব। তাঁকেই তখন বিরোধীদের খুন করা তৃণমূলের লোকজন ও দলদাস পুলিশকে অক্ষত রাখতে হবে। তখন যেন গণপিটুনি না-হয়!”