• না বলে জল ছাড়া নিয়ে চিঠি ডিভিসিকে
    আনন্দবাজার | ১৩ জুলাই ২০২৫
  • দাবি বহুদিনের। কিন্তু পরিস্থিতির কোনও বদল নেই। না বলে জল ছাড়া নিয়ে তাই ফের এক বার ডিভিসি কর্তৃপক্ষকে চিঠি পাঠাল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, কার্যত প্রতিবাদ জানিয়েই ডিভিসিকে চিঠিটি পাঠিয়েছে সেচ দফতর।

    সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, শুক্রবার প্রায় ৫৫ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি, রাজ্যকে তা আগে থেকে না জানিয়েই। তাতে এ পর্যন্ত প্রায় ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। হাওড়া-হুগলির কিছু এলাকায় পুনর্গঠনের কাজ চলছে। রাজ্যের দাবি, এমন চলতে থাকলে সেই কাজ বাধাপ্রাপ্ত হবে। ওই দিনই বন্যা পরিস্থিতি নিয়ে প্রস্তুত থাকতে ফের জেলা কর্তাদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। রাজ্যের বক্তব্য, এর আগে একাধিক বার জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে আলোচনা হয়েছে তাদের। আগে থেকে জানিয়ে তবে জল ছাড়ার ব্যাপারে পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছিল। এমনকি, প্রতিবাদ জানিয়ে এক বার ডিভিসি থেকে নিজেদের সদস্যকে প্রত্যাহার করে নেওয়ার হুমকিও দিয়েছিল রাজ্য। যদিও ডিভিসি বরাবর জানিয়ে এসেছে, ঝাড়খণ্ডের সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টি হলে জল ছাড়তেই হবে। না হলে জলাধারের উপর চাপ পড়ে ঘটতে পারে বিপত্তি।

    প্রশাসনিক সূত্র মনে করিয়ে দিচ্ছে, কয়েক দিন আগেই ঝাড়খণ্ডের রাঁচীতে পূর্বাঞ্চলীয় কাউন্সিলের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেই বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গের মধ্যে সমন্বয় ও আলোচনার উপর জোর পড়েছিল। রাজ্যগুলির মধ্যে জল বিভাজন ও জলাধারের নাব্যতা বাড়াতে পলি তোলা ইত্যাদি নিয়ে আধিকারিক স্তরে কথা হওয়ারও কথা।
  • Link to this news (আনন্দবাজার)