নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছরের শ্রাবণী মেলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকেই লক্ষ লক্ষ ভক্ত মহাদেবের মাথার জল ঢালতে তারকেশ্বরমুখী হচ্ছেন। গতবছরের তুলনায় এবছর গোড়া থেকেই বাড়তি মানুষের ঢল নামছে সেখানে। স্রেফ রেলের পরিসংখ্যান থেকেই স্পষ্ট, এবছর তারকেশ্বরে বিপুল জনসমাগম হবে।
রেলের তরফে জানিয়েছে, বৃহস্পতিবার তারকেশ্বর ও শেওড়াফুলি স্টেশনে যৌথভাবে ৬৫ হাজার ৭৫৪ জন যাত্রী হয়েছে। ২০২৪ সালের ১০ জুলাই ওইদিনে ওই দুই স্টেশনে যাত্রীসংখ্যা ছিল ৫৮ হাজার ২২৩। অর্থাৎ গতবারের তুলনায় শ্রাবণী মেলার প্রথম দিনে যাত্রীসংখ্যা বেড়েছে ৭ হাজার ৬৩১। স্বভাবতই রেলের টিকিট বিক্রি বেড়েছে। গতবার ১০ জুলাই তারকেশ্বর ও শেওড়াফুলি স্টেশনে বিক্রি হয়েছিল ৪ লক্ষ ৪৬ হাজার ২৮৫ টাকার টিকিট। তা এবার বেড়ে হয়েছে ৫ লক্ষ ৯৪ হাজার ১৩৫ টাকা। অর্থাৎ টিকিট বেচে চলতি বছর বাড়তি ১ লক্ষ ৪৭ হাজার ৮৪৯ টাকা আয় হয়েছে রেলের। এই দুই স্টেশনে সারা মাসেই ভক্তদের ঢল নামবে। স্বভাবতই দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। সেই সম্ভাবনাকে দূর করতে ও যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক পদক্ষেপ করেছে রেল। অতিরিক্ত ভিড়ে পদপৃষ্ট হওয়ার ঘটনা এড়াতে পৃথক ঢোকা-বেরনোর পথ তৈরি হয়েছে ওই দুই স্টেশনে। বড় সংখ্যার আরপিএফ জওনায়দের বিশেষ দল মোতায়েন করা হয়েছে ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নিশ্চিত করতে। সহজে টিকিট কাটা, বাসস্ট্যান্ডে পৌঁছানোসহ বিবিধ যাত্রীবান্ধব ব্যবস্থা হয়েছে সব স্টেশনে।