• লাভপুরে তৃণমূল নেতাকে পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, খুনে কি জড়িত পরিচিত কেউ?
    এই সময় | ১৩ জুলাই ২০২৫
  • বীরভূমে ফের শুটআউট। পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হলো পীযূষ ঘোষ নামে এক তৃণমূল নেতাকে। শনিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে। গুলির আওয়াজ পেয়ে সেখানে পৌঁছন স্থানীয়রা। কিন্তু তার আগেই ঘটনাস্থল ছেড়েছিল দুষ্কৃতীরা। এলাকাবাসীই পীযূষকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই শুটআউটের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, ঘটনায় তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, পীযূষ বীরভূমের সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ও তৃণমূলের লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। এলাকায় দাপুটে নেতা হিসেবেই তিনি পরিচিত। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ তিনি বাড়ি ফেরেন। এর পরেই তাঁর কাছে একটি ফোন আসে, তিনি বাড়ি থেকে বেরিয়ে গ্রামের মোড়ে যান। অভিযোগ, কোমরপুর গ্রামের মোড়েই একেবারে সামনে থেকে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতাকে।

    এই মুহূর্তে পীযূষ ঘোষের মৃতদেহ রয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানে পৌঁছেছেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শনিবার রাতে কার ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন পীযূষ? তবে কি এই ঘটনায় জড়িত নিহত নেতার পরিচিত কেউ? রাজনৈতিক কারণ নাকি নেতার মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য রহস্য? উঠছে এই প্রশ্নগুলি। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হবে।

  • Link to this news (এই সময়)