• ফের বর্ষার দাপুটে ইনিংস, ভারী বৃষ্টিতে কাঁপবে একাধিক জেলা, ৫ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ...
    আজকাল | ১৩ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বর্ষার আরও এক দাপুটে ইনিংস শুরু হতে চলেছে বাংলায়। তবে এবার নিম্নচাপের জেরে নয়। ঘূর্ণাবর্তের জেরে। এর জেরেই আগামিকাল, সপ্তাহের শুরু থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। 

    চলতি বছরে বর্ষার শুরু থেকেই স্বস্তির আবহাওয়া রয়েছে বাংলায়। ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা হয়নি। জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরুতে একটানা বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ রয়েছে নিম্নমুখী। গত দু'দিনে রোদের দেখা পাওয়া গেলেও, আবারও দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে। 

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার দুপুর থেকে বদলে যাবে আকাশ। আবারও ধূসর মেঘে ঢাকবে। আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ফের বাড়বে দক্ষিণবঙ্গে। এদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    আরও পড়ুন: রাস্তার এ কী দশা! পাত্রীর বেনারসি কাদায় মাখামাখি, গ্রামবাসীদের কাঁধে চাপলেন পাত্র, বিরক্ত হয়ে বিয়ের আসরেই গেল না বরযাত্রী

    সোমবার থেকে একটানা ভারী বৃষ্টির দাপট শুরু হবে। সোমবার দক্ষিণের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। আগামিকাল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

    মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় ভারী বর্ষণ হতে পারে। সেদিন ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    হাওয়া অফিস আরও জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ বর্তমানে দুর্বল হয়েছে। নিম্নচাপ পশ্চিম দিকে সরে গিয়েছে। সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে গাঙ্গেয় বৃষ্টির দাপট বাড়বে। উত্তর ছত্তিসগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি পাঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দু’টি ঘূর্ণাবর্তের অবস্থান বর্তমানে। যার কারণে ফের দুর্যোগের ঘনঘটা বাংলায়। আবারও উত্তাল থাকবে সমুদ্র। এর জেরে রবিবার থেকে আগামী ৫ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

    দক্ষিণবঙ্গের পাশাপাশি দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আজ, রবিবার থেকেই উত্তরবঙ্গে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় টানা পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোম থেকে ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এই তিন জেলায় ভারী বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত। উত্তর দিনাজপুরেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 

    এদিকে গত কয়েকদিনে একটানা বৃষ্টির জেরে শহর থেকে গ্রামে চরম ভোগান্তির চিত্র ধরা পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গ। জলস্তর বেড়েছে প্রায় সব নদীরই। আগামী সপ্তাহে আবারও ভারী বৃষ্টির দাপটে পরিস্থিতির আরও অবনতি হতে পারে‌। মাঝে দু'-তিনদিনে বৃষ্টির দাপট কমায়, খানিকটা স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ। কর্মব্যস্ত দিন থেকে ফের ভারী বৃষ্টি শুরু হলে, নাজেহাল দশা হবে অফিসযাত্রী থেকে সাধারণ কর্মীদের। 
  • Link to this news (আজকাল)