• গভীর রাতে ফোন, বাড়ির বাইরে বেরোতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! রাজ্যে ফের নৃশংস খুন শাসক দলের নেতা...
    আজকাল | ১৩ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভাঙড়, মালদহের পর বীরভূম। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি।  রাজ্যে ফের নৃশংস খুন শাসক দলের নেতা। বীরভূমের তৃণমূল নেতার মৃত্যুতে এলাকায় ব্যাপক আতঙ্ক। পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে লাভপুরের শীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষকে। পঞ্চায়েত সমিতির কৃষি কোষাধক্ষ্য পদেও ছিলেন। রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত শুত্রুতা, খুনের নেপথ্যের কারণ জানা যায়নি এখনও।

    ঠিক কী ঘটেছে? প্রাথমিকভাবে জানা গিয়েছে খুনের ঘটনা ঘটেছে শনিবার রাতে। শনিবার গভীর রাতে আচমকা ফোন যায় পীযূষের কাছে। ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। বাড়ির অদূরে রাস্তায় তাঁর দেহ উদ্ধার হয়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, যেখানে তৃণমূল নেতার দেহ উদ্ধার হয়েছে, সেখানেই পাওয়া গিয়েছে তাঁর মোটরসাইকেলটিও। নেতাকে মাথার পিছনদিক থেকে গুলি করে খুন করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁর দেহ। সেখানেই হবে ময়নাতদন্ত। সূত্রের খবর, ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে দু’ জন মহিলা। ঘটনাস্থলের সামনে থাকা একটি বাড়ি থেকে মৌসুমী মাল নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী টহল দিচ্ছে। 

    এর আগে, বৃহস্পতিবার রাতে তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে ভাঙড়ে। মৃত ব্যক্তির নাম রাজ্জাক খাঁ। ১০ জুলাই, বৃহস্পতিবার রাতে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের কাছে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানেই তাঁকে মৃত ঘোষনা করা হয় বলে খবর। ঘটনার জেরে আতঙ্ক এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।রাজ্জাক খাঁ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা। তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে। পাঁচ রাউন্ড গুলি করা হয় তাঁকে। তারপর মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার কোপানো হয় তাঁকে। 

    আরও পড়ুন: ভাঙড়ের পর মালদহ, রাজ্যে ফের খুন তৃণমূল নেতা, জন্মদিনের পার্টিতে কুপিয়ে হত্যার অভিযোগ, নেপথ্যে শিউরে ওঠা কারণ

    বৃহস্পতিবার রাতেই মালদহে জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন তৃণমূল নেতাকে। মৃত তৃণমূল নেতার নাম আবুল কালাম আজাদ। খুনের অভিযোগ উঠছে মাইনুল শেখ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিও তৃণমূল নেতা বলে অভিযোগ। জানা গিয়েছে অভিযুক্ত মাইনুল শেখ কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য। এই গ্রাম পঞ্চায়েত সদস্য গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে জিতলেও পরবর্তীতে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারের লক্ষীপুরে।

    এই ঘটনায় তার স্ত্রী শিউলি খাতুন সহ আরও তিনজন আহত হন। তাঁদের তৎক্ষণাৎ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের প্রত্যেকের বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায়। দীর্ঘদিন ধরেই মৃত এই তৃণমূল নেতা ইংরেজবাজারের লক্ষীপুরের স্থানীয় তৃণমূল সদস্য মাইনুল শেখের সঙ্গে জমির ব্যবসা করতেন বলেও খবর। বৃহস্পতিবার রাত্রে আবুল কালাম আজাদ তাঁর স্ত্রী-সহ বেশ কয়েকজন লক্ষীপুর যান এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে। আর সেখানেই জমির ব্যবসা নিয়ে শুরু হয় দু’পক্ষের মধ্যে গন্ডগোল। অভিযোগ ঠিক সেই সময় এই তৃণমূল নেতাকে ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হয়।
  • Link to this news (আজকাল)