আজকাল ওয়েবডেস্ক: জনপ্রিয় দু'টি সমাজমাধ্যমে 'স্ট্যাটাস' দিয়ে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদের এক যুবক। 'আজব' এই ঘটনাটি ঘটেছে ডোমকল থানার অন্তর্গত মুরারিপুর তালতলাপাড়া গ্রামে।
তবে ধৃত ওই যুবক নিজের সমাজমাধ্যমের পাতায় যে স্ট্যাটাস দিয়েছিলেন তা দেখে চমকে গিয়েছেন পুলিশের তাবড় কর্তাও। নিজের 'বাহাদুরি' দেখানোর জন্য সমাজমাধ্যমের পাতায় 'স্ট্যাটাস' হিসেবে দেশি বন্দুক হাতে ধরে ছবি দিয়েছিলেন ওই যুবক। এরপরই তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ওই আগ্নেয়াস্ত্রটি , গ্রেপ্তার হয়েছেন ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রাজিবুল শেখ (৩২) তার বাড়ি তালতলাপাড়া গ্রামে।
আরও পড়ুন: ফের বর্ষার দাপুটে ইনিংস, ভারী বৃষ্টিতে কাঁপবে একাধিক জেলা, ৫ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ...
ধৃত যুবকের ১০ দিনের পুলিশে হেফাজতের আবেদন করে রবিবার তাকে আদালতে পেশ করা হচ্ছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার (লালবাগ) রাসপ্রীত সিং জানান ,'ধৃত যুবকের হেফাজত থেকে একটি দেশি লম্বা বন্দুক এবং দুটি পয়েন্ট থ্রি নট থ্রি কার্তুজ উদ্ধার হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজই তাকে আদালতে পেশ করা হচ্ছে।' জেলা পুলিশের এক আধিকারিক জানান, বিভিন্ন রকম অপরাধের ঘটনার নজর রাখতে গিয়ে সম্প্রতি সাইবার সেল এবং ডোমকল থানার কয়েকজন আধিকারিকের নজরে আসে রাজিবুল শেখ নামে ওই যুবক নিয়মিত তার সমাজমাধ্যমের পাতায় 'স্ট্যাটাস' হিসেবে দেশি বন্দুক হাতে বিভিন্ন রকমের ছবি পোস্ট করছেন। এই ঘটনা নজরে আসার পরেই শনিবার রাতে ডোমকল থানার পুলিশের একটি দল এসআই সুরজ সরকারের নেতৃত্বে রাজিবুলের বাড়িতে হানা দেয়। এরপর ওই বাড়িতে লুকিয়ে রাখা ওই আগ্নেয়াস্ত্রটি এবং দু'রাউন্ড গুলি পুলিশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রাজিবুলের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাস কয়েক আগে তাকে একটি ধর্ষণের মামলাতেও পুলিশ গ্রেপ্তার করেছিল। ডোমকল থানার এক আধিকারিক জানান, কেবলমাত্র রাজিবুল নয়, তার স্ত্রীও নিজের 'বাহাদুরি' দেখানোর জন্য জনপ্রিয় সমাজমাধ্যমের পাতায় দিন দুই আগে আসল দেশি বন্দুক হাতে নিয়ে ছবি তুলে সেই 'স্ট্যাটাস' দিয়েছিলেন। তবে সেই সময় ঘটনাটি নিয়ে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে কথাবার্তা শুরু হওয়ায় ওই মহিলা দ্রুত নিজের স্ট্যাটাসটি মুছে দিয়েছিলেন।
ডোমকল থানার আধিকারিক বলেন, স্ত্রী ভয় পেয়ে একটি সমাজমাধ্যমের পাতা থেকে নিজের 'স্ট্যাটাস' মুছলেও রাজিবুল তা করেনি। নিজের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে তৈরি বেশ কয়েকটি গ্রুপে ওই যুবক দেশি বন্ধু হাতে নিজের ছবি স্ট্যাটাস হিসেবে দিয়ে রেখেছিল। ওই ছবিটি দেখে অনেকেই নিশ্চিত হয়ে যান রাজিবুলের বাড়িতে দেশি বন্দুক রয়েছে এবং গোপনে সেই খবর পৌঁছে যায় ডোমকল থানার পুলিশের কাছে। এর পর শনিবার রাতে রাজিবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডোমকল থানার এক তদন্তকারী আধিকারিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ওই যুবক জানিয়েছেন বন্দুক হাতে 'স্ট্যাটাস' দেওয়ার তার আসল উদ্দেশ্য ছিল ওই বন্দুক অন্য অস্ত্র কারবারিদের কাছে দেখানো। ধৃত যুবক আসলে ওই আগ্নেয়াস্ত্রটি বিক্রি করার চেষ্টা করছিল। তবে সমাজমাধ্যমের পাতায় 'স্ট্যাটাস' দিয়ে বন্দুক বিক্রি করার অভিনব এই বিজ্ঞাপনী কৌশলের কথা শুনে মাথা ঘুরে গিয়েছে পুলিশের তাবড় কর্তাদের। জেলা পুলিশের এক আধিকারিক বলেন , প্রায় ২০ বছর পুলিশে চাকরি করছি। কিন্তু কোনওদিন কাউকে দেখিনি সমাজমাধ্যমের পাতায় 'স্ট্যাটাস' দিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রি করার চেষ্টা করতে।
মুর্শিদাবাদ পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করার জন্য সমস্ত থানার পক্ষ থেকে 'স্পেশাল রেইড' চালানো হচ্ছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসবে পুলিশের এই অভিযান বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।