• বজ্রাঘাতে উত্তর দিনাজপুরে মৃত্যু হল তিনজনের
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ক্ষনিকের ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও, বজ্রাঘাতে উত্তর দিনাজপুর জেলায় মৃত্যু হল তিনজনের। জখম ২ জন। ইটাহার ও কালিয়াগঞ্জে ঘটেছে ঘটনা। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, আজ, রবিবার দুপুর বারোটার পর আকাশ কালো হওয়ার সঙ্গে সঙ্গে ঝড় ওঠে। শুরু হয় বৃষ্টিও। সঙ্গে বাজ পড়তে থাকে। সেই সময়ে ইটাহারের রামডাঙা এলাকায় আচমকাই বাজ পড়ে। সেখানে চাষ করছিলেন এক কৃষক। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতের নাম জীতেন বর্মণ( ৫০)। একইসঙ্গে জখম হন অতুল বর্মণ(৪০)ও নির্মল বর্মণ(৪৫)। প্রত্যেকেই রামডাঙার বাসিন্দা। অন্যদিকে কালিয়াগঞ্জে বাজ পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। একজন বোচাডাঙা এলাকার বাসিন্দা, নাম ভূপাল দেবশর্মা ( ৬০) ও অপর জানের নাম রুমা সরকার ( ২৮)। স্থানীয় সূত্রে খবর ভুপাল দেবশর্মা চাষ করছিলেন। অন্যজন গবাদি পশুকে মাঠ থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন। সেই সময়ে বজ্রাঘাতেই দু’জনের মৃত্যু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)