• ফের তৃণমূল নেতা খুন! এবার বীরভূমের সাঁইথিয়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বোলপুর: ভাঙড়, মালদহের ইংলিশবাজারের পর বীরভূমের সাঁইথিয়া। ফের খুন তৃণমূল নেতা। গত এক সপ্তাহে পরপর তিনজন তৃণমূল নেতার খুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। বীরভূমের সাঁইথিয়ার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষকে গুলি করে খুনের অভিযোগ! পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পীযূষ ঘোষ(৪২)। সূত্রের খবর, তিনি শ্রীনিধিপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি পদেও ছিলেন।একাধিকবার তাঁকে হুমকি দেওয়া হয়েছিল দাবি মৃত তৃণমূল নেতার পরিবারের। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের পদ ছাড়তে বলা হয়েছিল। যার জন্য লাগাতার হুমকিও পেতেন পীযূষ বাবু। এই খুনের ঘটনায় বিজেপি জড়িত। এমনটাই অভিযোগ মৃতের স্ত্রীর। তাঁর স্ত্রী তিস্তা ঘোষ জানিয়েছেন, প্রায় এক বছর আগে বাড়ির দরজায় হুমকি দিয়ে চিরকুট সাঁটিয়ে দেওয়া হয়েছিল। ঘটনা প্রসঙ্গে থানায় অভিযোগ জানানো হয়েছিল। তিনি বলেন, গতকাল, শনিবার রাতে ফোন এসেছিল। তখনই বাড়ির বাইরে চলে যায়। আমি যেতে বারণ করেছিলাম। বাড়ি থেকে বেরনোর কিছুক্ষণ বাদেই ফোন করেছিলাম। ফোনও ধরেছিলেন। কিন্তু তারপর আর যোগাযোগ হয়নি। তারপরেই খুনের বিষয়টি জানতে পারি। আমি দোষীদের শাস্তি চাই।প্রাথমিকভাবে জানা গিয়েছে, গতকাল, শনিবার গভীর রাতে কেউ বা কারা তাঁকে ফোন করে বাড়ির বাইরে ডেকেছিল। এরপর বাড়ি সংলগ্ন একটি মোড়ে ওই তৃণমূল নেতার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে খুনের কারণ কী তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিস। সূত্রের খবর, ওই তৃণমূল নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বড় ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ঘোষ পরিবার। শোকস্তব্ধ ষাটোর্ধ্ব বাবা দিলীপ ঘোষও। দোষীদের শাস্তির দাবিতে তিনিও সরব হয়েছেন। পুলিস মৃতদেহ উদ্ধারের পর ঘটনাস্থল ঘিরে রেখেছে। এই বিষয়ে পুলিস সুপার আমনদীপ বলেন, তদন্ত শুরু হয়েছে। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে দু’জন মহিলাও রয়েছে।  
  • Link to this news (বর্তমান)