বাংলা বলায় বাংলাদেশি তকমা: প্রতিবাদে আগামী ১৬ জুলাই পথে নামছেন মমতা
বর্তমান | ১৩ জুলাই ২০২৫
কলকাতা: বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তকমা সেঁটে দেওয়া হচ্ছে। কোথাও আটক করা হচ্ছে। আবার কোথাও হয়রানি। পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া পর্যন্ত হয়েছিল। ওড়িশা, মুম্বই, দিল্লি সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা সামনে এসেছে। বাংলার বাসিন্দা পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে হেনস্থার সম্মুখীন হয়েছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের বিরুদ্ধে এই অপমান এবং ঘৃণার প্রতিবাদে এবার পথে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী একুশে জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি রয়েছে। কিন্তু তার আগেই বাঙালি সত্ত্বার স্বার্থে পথে নামতে চলেছেন মমতা। আগামী ১৬ জুলাই দুপুর ১টার সময় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে। তার নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। ওই মিছিলে কলকাতা, হাওড়া, সল্টলেকের দলের নেতা-কর্মী- সমর্থকরা উপস্থিত হবেন। একই দিনে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত জেলায় জেলায় হবে প্রতিবাদ কর্মসূচি। দিল্লিতেও একই কর্মসূচি নিয়েছে তৃণমূল।