• পাঁচদিন ধরে বিনা চিকিৎসায় হাসপাতালের আউটডোরের সামনে পড়ে এইচআইভি আক্রান্ত রোগী
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: পাঁচদিন ধরে হাসপাতালের আউটডোরের সামনে পড়ে রয়েছেন এইচআইভি পজিটিভ রোগী। হয়নি কোনও চিকিৎসা। এমনটাই অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালে। রোগীর নাম নিশীথ মৃধা। বয়স ৭০ বছর। বাড়ি নদীয়ার চাকদহের চাঁদুরিয়া এলাকায়। অভিযোগ, তাঁকে হাসপাতালের আউটডোরের সামনে ফেলে রেখে চলে গিয়েছেন ছেলে। জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন নিশীথ বাবু।এইচআইভি পজিটিভ শুনেই নিশীথের ছেলে নীলেশ মৃধা হাসপাতালের আউটডোরের সামনে তাঁকে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছেন। তারপর থেকে একইভাবে ওই জায়গায় বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, নিশীথকে অন্যত্র ভর্তি করার কথা বলা হয়েছে। কিন্তু তাঁর ছেলে আউটডোরের সামনে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছেন। রোগীর ছেলেকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি দেখছেন বলে জানিয়েছে।
  • Link to this news (বর্তমান)