নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাত সকালেই জাতীয় সড়কের ধারে একটি গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। আর সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার ডোমজুড়ের শলপের লালবাড়ি এলাকায়। পুলিস ক্যাম্প থেকে মাত্র ৫০ মিটার দূরে ১৬ নং জাতীয় সড়কের ধারে একটি গাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ আজ, রবিবার সকালে দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে ডোমজুড় থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডোমজুড় থানার পুলিস।দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ব্যক্তিকে আগে কখনও এলাকায় দেখা যায়নি। বাইরে থেকে আসা কোনও লরির চালক অথবা খালাসি হতে পারেন। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিস।