• বঙ্গে দানা বাঁধছে নতুন ঘূর্ণাবর্ত
    প্রতিদিন | ১৩ জুলাই ২০২৫
  • নিরুফা খাতুন: দানা বাঁধছে নতুন ঘূর্ণাবর্ত! প্রভাবে বুধবার থেকে আবহাওয়ার বদল দক্ষিণবঙ্গে। রবিবার হালকা বৃষ্টি হলেও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।

    হাওয়া অফিস জানিয়েছে, বুধবার নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে গাঙ্গেয় বঙ্গে। এদিকে মৌসুমি অক্ষরেখা দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি অক্ষরেখা-সহ আরও একটি অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। যার যেরে দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, এবং হাওড়ায়। রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি।

    সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণের ছয় জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবারেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা চার জেলায়। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে।

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। তবে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। নতুন ঘূর্ণাবর্তের জন্য উত্তরবঙ্গেরও আবহাওয়ার বদল হতে পারে।
  • Link to this news (প্রতিদিন)