• বাবা HIV পজিটিভ, চিকিৎসার নামে হাসপাতালে ফেলে গেল ছেলে, হৃদয়বিদারক ঘটনা কল্যাণীতে
    প্রতিদিন | ১৩ জুলাই ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: বাবা HIV পজেটিভ, সেকারণে তাঁকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেলেন গুণধর ছেলে। তিনদিন ধরে কল্যাণী JNM হাসপাতালের বর্হি বিভাগে পরে রয়েছেন ওই রোগী। আউটডোরের ট্রলির উপর নগ্ন অবস্থায় শুয়ে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

    হাসপাতালের কর্মচারীরা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। তাঁদের কথায়, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনও পদক্ষেপই হয়নি বলে অভিযোগ। হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, গত ১০ তারিখ ওই ব্যক্তিকে চিকিৎসা করানোর ডন্য হাসপাতালে নিয়ে আসেন তাঁর ছেলে। এরপর সেখানেই বাবাকে ফেলে রেখে পালিয়ে যান তিনি।

    তারপর থেকে বর্হিবিভাগের বাইরে ট্রলির উপর শুয়ে রয়েছেন তিনি। বিষয়টি হাসপাতালের কর্মচারীদের নজরে আসতেই পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও কোনও ব্যবস্থা হয়নি। এদিকে পুলিশের কাছে ওই ব্যক্তির ছেলের ফোন নম্বর থাকলেও কেন তাঁকে ডাকা হচ্ছে না সে বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্রুত এই ঘটনার কোনও ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন হাসপাতালে আসা অন্য রোগীর পরিজন-সহ হাসপাতালের কর্মচারীরা।
  • Link to this news (প্রতিদিন)