• তাজপুরে সমুদ্রে স্নানে নেমে নিখোঁজ যুবক, মন্দারমণি বিচ থেকে উদ্ধার দেহ
    এই সময় | ১৩ জুলাই ২০২৫
  • তাজপুরে সমুদ্রে স্নান করতে নেমে শনিবার তলিয়ে গিয়েছিলেন একজন যুবক। রবিবার সকালে মন্দারমণি সমুদ্র সৈকত থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম সুবোধ বিশ্বাস (৩২)। স্থানীয়রাই প্রথমে দেহটি জলে ভেসে আসতে দেখেন। ঘটনাস্থলে পৌঁছে মন্দারমণি উপকূলীয় থানার পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

    পুলিশ সূত্রের খবর, সুবোধের বাড়ি নিউ ব্যারাকপুরে। সুবোধ শনিবার বন্ধুদের সঙ্গে তাজপুরে বেড়াতে এসেছিল। বিকেলের দিকে সুবোধ ও তাঁর বন্ধুরা এক সঙ্গে সমুদ্রে স্নান করতে নামেন। স্নান করতে গিয়ে সুবোধ হঠাৎই জলে তলিয়ে যান। সুবোধের বন্ধুরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্দারমণি উপকূলীয় থানার পুলিশ।

    পুলিশ সূত্রের খবর, শনিবার অনেক খোঁজাখুঁজি করার পরেও পুলিশ সুবোধের খোঁজ পায়নি। এর পর রবিবার সকাল সাড়ে নটা নাগাদ মন্দারমণি বিচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মন্দারমণি উপকূলীয় থানার ওসি অর্কদীপ হালদার বলেন, ‘শনিবার সুবোধ নিখোঁজ হওয়ার পরেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্তের পরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।’

    সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যাওয়ার মতো ঘটনাও আগেও ঘটছে। প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন, পুলিশ-প্রশাসনের নজর এড়িয়ে সমুদ্রে স্নানে নেমেই এমন বিপত্তি ঘটছে। রবিবার সকালে তাজপুর সৈকত এলাকায় পুলিশের তরফে মাইকিং করা হয়।

  • Link to this news (এই সময়)