• বেনিয়াপুকুরে বৃদ্ধার রহস্য মৃত্যু, উদ্ধার পচাগলা মৃতদেহ
    এই সময় | ১৪ জুলাই ২০২৫
  • বৃদ্ধার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বেনিয়াপুকুরে। মৃতের নাম করবী ভট্টাচার্য (৭৫)। পুলিশ সূত্রে খবর, ক্রিস্টোফার রোডে সিআইটি কোয়ার্টারে একাই থাকতেন তিনি। রবিবার বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।

    স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে খবর, এ দিন বৃদ্ধার ঘর থেকে পচা দুর্গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হয় তাঁদের। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন পুলিশে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বৃদ্ধার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে তারা।

    ঘরে ঢুকে পুলিশ দেখে, বৃদ্ধার নিথর দেহ পড়ে রয়েছে। দেহে পচন ধরতে শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’তিন দিন আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। শারীরিক অসুস্থতার কারণেই এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)