• হারিয়ে যাওয়া ৭ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিল পুলিশ, খুশি ইসকনের সন্ন্যাসী
    এই সময় | ১৪ জুলাই ২০২৫
  • ৭ লক্ষ টাকা ভর্তি ব্যাগ হারিয়ে ফেলেছিলেন ইসকনের এক সন্ন্যাসী। রথযাত্রায় ভক্তদের দানের টাকা ছিল তাতে। তার পর থেকেই ঘুম উড়ে যায় তাঁর। অবশেষে টাকা সমেত ব্যাগ ফিরিয়ে দিল পুলিশ। রবিবার পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা।

    প্রতি বছরই ধুমধাম করে রথযাত্রা পালন করে ইসকন। এ বারও তার অন্যথা হয়নি। প্রচুর ভক্ত সমাগমও হয়েছিল। দানও করেন তাঁরা। গত ৭ জুলাই সেই দানের টাকা নিয়েই ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন ইসকনের সন্ন্যাসী মহাবীর মধুসূদন দাস। তখনই বিপত্তি বাঁধে।

    পুলিশ সূত্রে খবর, বাইকে যাওয়ার সময়ে টাকা ভর্তি ব্যাগ রাস্তায় পড়ে যায়। বুঝতে পারেননি মধুসূদন। যখন খেয়াল হয়, মাথায় হাত। সঙ্গে সঙ্গে এগরা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। শুরু হয় তল্লাশি।

    তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই টাকার ব্যাগ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, এক বাইক আরোহী টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন। টাকার সঙ্গে চেকবুক ছিল। তাও উদ্ধার করেছে পুলিশ।

    এ দিন এসডিপিও দেবীদয়াল কুণ্ডু বলেন, ‘অভিযোগ পাওয়ার পরেই এগরা থানার টিম তদন্ত শুরু করে। এক বাইক আরোহী টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন। বাইকের নম্বর দেখে তাঁকে খুঁজে বের করা হয়। তাঁর কাছ থেকেই উদ্ধার হয় টাকা এবং চেকবুক।’

    পুলিশের তৎপরতায় খুশি ইসকন। সন্ন্যাসী মধুসূদন দাস বললেন, ‘টাকা হারিয়ে যাওয়ার পর থেকেই ঘুম উড়ে গিয়েছিল। পুলিশের কাছে ছুটে যাই। তাঁরা যে এমন তৎপরতার সঙ্গে কাজ করবেন, ভাবতেও পারছি না। আমরা খুব খুশি।’

  • Link to this news (এই সময়)