• মালদা মেডিক্যাল কলেজে চাঙড় ভেঙে পড়ে গুরুতর জখম এক ব্যক্তি, আতঙ্ক
    আজ তক | ১৪ জুলাই ২০২৫
  • Malda Medical College Roof Collapse: মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছাদের চাঙড় ভেঙে পড়ে জখম হলেন এক ব্যক্তি। বিপদ আরও বাড়তে পারত। ভাগ্যক্রমে জখমের সংখ্যা বাড়েনি। সুযোগ পেয়ে এই ঘটনায় সরকারের পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিরোধীরা। নিম্নমানের কাজের অভিযোগ তুলেছে বিজেপি। অন্য়দিকে ঘটনার জবাব দিতে গিয়ে তৃণমূলের তরফে আবার ভিন রাজ্যের উদাহরণ তুলে ধরা হয়েছে।

    মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জখম ওই ব্যক্তির নাম জাকের আলি। ঘটনায় হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

    জানা গিয়েছে, জাকির আলি মালদার চাঁচলের বাসিন্দা। তাঁর সদ্যোজাত শিশু ওই হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি রয়েছে। এ দিন ওই বিভাগের নীচেই জাকির আলি তাঁর বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময়ে ছাদের চাঙড় ভেঙে তাঁর মাথার উপরে পড়ে। অল্পের জন্য জাকিরের বন্ধু বেঁচে গেলেও তিনি জখম হন। জখম ব্যক্তি জাকির আলি বর্তমানে সেই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথায় ১৫টি সেলাই হয়েছে।

    দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, হাসপাতালের ভবন ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না। কাটমানির বিনিময়ে সমস্ত নির্মাণ কাজ হয় বলে তাঁর দাবি। সেই কারণেই এই ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি। তৃণমূলের তরফে মালদা জেলা সহ-সভাপতি শুভময় বসু সংবাদমাধ্যমকে জানান, ঘটনা ঘটে গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টা খতিয়ে দেখছে। বিজেপি শাসিত  রাজ্যগুলির মতো নয়।

     
  • Link to this news (আজ তক)