বঙ্গোপসাগরে দানা বাঁধছে ফের নিম্নচাপ, আগামী ৭ দিন কোথায়-কেমন বৃষ্টি?
আজ তক | ১৪ জুলাই ২০২৫
বঙ্গোপসাগরের উত্তর অংশে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি এখন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর রয়েছে। তার প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের উপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল।
দক্ষিণবঙ্গে বৃষ্টি:রবিবার:
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবার:
পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার:
নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার:
প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে।
উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস:রবিবার:
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি।
সোমবার:
দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার:
দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।
সতর্কতা:
নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে, মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে।