নাবালিকা শ্যালিকাকে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ, গ্রেফতার জামাইবাবু
আজ তক | ১৪ জুলাই ২০২৫
জামাইবাবুর বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ নাবালিকা শালিকার। উত্তর ২৪ পরগনার অশোকনগরের ঘটনা। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জামাইবাবু তুষার ব্যাপারী।
নাবালিকার অভিযোগ, প্রথমে দিঘায় বেড়ানোর নাম করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই শুরু হয় অত্যাচার। পরে হাবড়া থানা এলাকার একটি ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে দিনের পর দিন তার উপর শারীরিক নির্যাতন চলে।
জানা গিয়েছে, কিছুদিন ধরেই স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তুষারের। আর তারই মধ্যে পনেরো বছরের শ্যালিকাকে যৌন নির্যাতন শুরু করে বলে অভিযোগ।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ২৭ নভেম্বর। সেইদিন অশোকনগর থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন নাবালিকার মা। জানান, কয়েক দিন ধরে তাঁর ছোট মেয়ের খোঁজ মিলছে না। আত্মীয়-পরিজনদের বাড়িতে খোঁজ করেও কোনও লাভ হয়নি।
এরপর বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ করেই একদিন বাড়ি ফিরে আসে মেয়েটি। মাকে সঙ্গে নিয়ে ফের থানায় যায় সে। সেখানেই অভিযোগ দায়ের হয়।
মেয়েটিকে আদালতে হাজির করানো হলে সে দাবি করে, দিনের পর দিন জামাইবাবু তার উপর অত্যাচার চালিয়েছে। ভয় দেখিয়ে শারীরিক নির্যাতন করেছে।
অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক ছিল তুষার ব্যাপারী। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে মানিকতলা ভ্যান স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এরপর বারাসত জেলা আদালতে ধৃতের ১০ দিনের হেফাজতের আবেদন জানায় পুলিশ।
এদিকে, অভিযুক্ত তুষারের মায়ের দাবি, 'ওরা আমাদের ফাঁসানোর জন্যই মেয়েকে পাঠাতো। শুধু আমার ছেলে নয়, ওদেরও শাস্তি হওয়া উচিত।'