• ১৪ বছরে প্রথম বিয়ে, স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর পাততেই বিপত্তি! কী হল নাবালিকার?
    প্রতিদিন | ১৪ জুলাই ২০২৫
  • অংশুপ্রতিম পাল, খড়গপুর: বাড়ির চাপে ১৪ বছরেই প্রথম বিয়ে। চলতি বছরে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে নতুন সংসারে পাতে নাবালিকা। কিন্তু শেষ রক্ষা হল না। নাবালিকাকে বিয়ের অপরাধে দুই স্বামীই এখন শ্রীঘরে। আর নাবালিকা? তাকে পাঠানো হয়েছে হোমে।

    জানা গিয়েছে, অষ্টম শ্রেণিতে পড়ার সময় প্রণয়ের সম্পর্কে জড়িয়েছিল ওই নাবালিকা। সম্ভবত সেই কারণেই ১৪ বছর বয়সে পরিবারের সদস্যরা জোর করে ঝাড়গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে দেয় নাবালিকার। বাধ্য হয়ে সংসারে মন দেয় সে। তবে যোগাযোগ ছিল প্রেমিকের সঙ্গে। প্রতিমুহূর্তে সংসার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে ফেরার ফন্দি করত সে। চলতি বছরের জুন মাসে সংসার ছেড়ে প্রেমিকের কাছে চলে যায় নাবালিকা। কেশিয়াড়িতে নতুন সংসার পাতে।

    গোপন সূত্রে খবর পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ শনিবার অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করে। তখনই গ্ৰেপ্তার করা হয় দ্বিতীয় স্বামীকে। এরপর দুজনকে জেরা করতেই জানা যায় প্রথম বিয়ের কথা। দেরি না করে কেশিয়াড়ি থানার পুলিশ ঝাড়গ্ৰামের বেলিয়াবাড়াতে অভিযান চালিয়ে গ্ৰেপ্তার করে প্রথম পক্ষের স্বামীকেও। ধৃত দুই যুবককে রবিবার জেলা আদালতে হাজির করা হয়। নাবালিকাকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য মেদিনীপুরে বিশেষ আদালতে হাজির করা হয়। বিচারকের নির্দেশে ধৃত দুইজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। নাবালিকাকে সরকারি হোমে পাঠানোর হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)