• খাস কলকাতায় ফের একাকী বৃদ্ধার রহস্যমৃত্যু, ঘনীভূত রহস্য
    প্রতিদিন | ১৪ জুলাই ২০২৫
  • অর্ণব আইচ: খাস কলকাতায় ফের একাকী বৃদ্ধার রহস্যমৃত্যু। রবিবার ক্রিস্টোফার রোডের কোয়ার্টার থেকে উদ্ধার পচাগলা দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কীভাবে মৃত্যু বৃদ্ধার? অসুস্থতা নাকি নেপথ্যে অন্যরহস্য? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম করবী ভট্টাচার্য। বয়স ৭৫ বছর। বেনিয়াপুকুর থানা এলাকার ক্রিস্টোফার রোডের সিআইটি কোর্য়াটারে একাকী থাকতেন তিনি। গত কয়েকদিন ধরে বৃদ্ধার দেখা পাননি প্রতিবেশী। রবিবার সকালে তাঁরা ঘর থেকে দুর্গন্ধ পান। সন্দেহ হওয়ায় থানায় খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে ডাকাডাকি করলেও কোনও সাড়াশব্দ মেলেনি। এরপর দরজা ভাঙতেই ভয়ংকর দৃশ্য।

    ঘর থেকে উদ্ধার হয় বৃদ্ধার পচাগলা দেহ। ইতিমধ্যেই বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছে, ওই বৃদ্ধা একা থাকতেন। অসুস্থও ছিলেন। ফলে অসুস্থতার কারণেই মৃত্যুর সম্ভাবনাও প্রবল। তবে শেষ কিছুদিনে খাস কলকাতায় যেভাবে একাকী বৃদ্ধ-বৃদ্ধারা আক্রান্ত হয়েছেন, তা মৃত্যুর নেপথ্যে অন্য রহস্য থাকতে পারে বলেও অনুমান তদন্তকারীদের। বৃদ্ধার পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
  • Link to this news (প্রতিদিন)