• বীরভূমের সমবায় নির্বাচনে সব আসনে জিতল বিজেপি, খাতা খুলতে পারল না তৃণমূল
    এই সময় | ১৪ জুলাই ২০২৫
  • বীরভূমে সমবায় নির্বাচনে জয়জয়কার বিজেপির। রবিবার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ইটাহাট সমবায় সমিতির নির্বাচন ছিল। বিকেলে ভোট গণনা শেষ হতেই উল্লাসে ফেটে পড়েন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। ৯টি আসনের মধ্যে ৯টিতেই জিতেছে বিজেপি। খাতা খুলতে পারেনি তৃণমূল সমর্থিত প্রার্থীরা।

    ইটাহাট সমবায় সমিতির নির্বাচন হলো ১৫ বছর পরে। এ দিন সকাল থেকেই লম্বা লাইন ছিলো ভোটারদের। বিকেলে শুরু হয় গণনা। গণনা যত এগোয়, ফল স্পষ্ট হয়ে যায়। শেষে জয়ের খবর পেতেই বিজয় উল্লাসে মেতে ওঠে বিজেপি। চলে আবির খেলা। হয় মিষ্টি মুখও।

    বোলপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, ‘তৃণমূল গায়ের জোরে এখানে নির্বাচন করতে দেয়নি। অবশেষে নির্বাচন হলো। আমরা জিতেছি। আগামী দিনে যত ভোট হবে, সবেতেই বিজেপি জিতবে।’

    তবে বিজেপির দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। রীতিমতো কটাক্ষের সুরে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, সমবায় নির্বাচনের ফলাফলের প্রভাব বিধানসভা ভোটে পড়বে না। বিজেপি দিবাস্বপ্ন দেখছে বলেও কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল।

    রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এতে সমবায় নির্বাচনের ফলাফলের খুব একটা গুরুত্ব না থাকলেও ভোটারদের মন কিছুটা হলেও বোঝা যায়। অনুব্রত-কাণ্ডের প্রভাব কিছুটা হলেও সমবায় নির্বাচনে পড়েছে বলে দাবি তাঁদের।

  • Link to this news (এই সময়)