• জোকা আইআইএমের ঘটনায় কড়া পদক্ষেপ, ৯ সদস্যের তদন্তকারী দল গঠন করল পুলিশ...
    আজকাল | ১৪ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজের হোস্টেলে তরুণীকে যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নয় সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই বিশেষ দলের নেতৃত্বে রয়েছেন দক্ষিণ-পশ্চিম ডিভিশনের একজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। শুক্রবার রাতে আইআইএম-কলকাতার বয়েজ হোস্টেলের ভেতরেই এই নৃশংস ঘটনার অভিযোগ ওঠে।

    ঘটনার পর থেকে ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলেজ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। পুলিশ জানিয়েছে, শীঘ্রই ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করবে এবং ওই হোস্টেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, যৌন নিগ্রহের অভিযোগ উঠল জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজের ক্যাম্পাসে। অভিযোগ, কলেজের হোস্টেলের ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তরুণীর ওপর যৌন নিগ্রহ করা হয়েছে।

    কসবার ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আওতায় এই আইআইএমের ক্যাম্পাসের মধ্যে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন লালবাজারের কর্তারা। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক ছাত্রকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ছাত্রের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয় তরুণীর। এর মধ্যেই ওই তরুণীর সঙ্গে তাঁর অন্য আর এক বন্ধুর সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হয়। এর পরই তরুণী ওই কলেজের পড়ুয়া ওই ছাত্রর কাছ থেকে পরামর্শ নিতে চান। তাঁকে কলেজ ক্যাম্পাসে আসতে বলা হয়।

    আরও পড়ুন: ত্রাতা সেই আরজি কর মেডিক্যাল কলেজ, হেমোরেজিক সিভিএ-র চিকিৎসায় প্রাণ ফিরল তিন ব্যক্তির!...

    অভিযোগ, তরুণীর সঙ্গে আলাদাভাবে আলোচনার নাম করে তাকে হস্টেলে নিয়ে যাওয়া হয়। হোস্টেলের ফাঁকা ঘরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করা হয় ওই তরুণীর ওপর। ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক জাতীয় কিছু খাইয়ে যৌন নিগ্রহের অভিযোগ ছাত্রীর। সূত্রের খবর, তরুণী ওই ছাত্রের পরিচিত। কিছুদিন আগে আলাপ হয়। অভিযোগ, কাউন্সেলিং সেশনের জন্য ওই ছাত্রীকে অভিযুক্ত কলেজে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু কাউন্সেলিংয়ের জায়গায় না গিয়ে বয়েজ হস্টেলে নিজের রুমে নিয়ে যায় জরুরি নথি নেওয়ার অজুহাতে।

    সেখানে পিৎজা ও কোল্ড ড্রিংক খেতে দেয়। সেগুলি খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়েন তরুণী বলে অভিযোগ উঠেছে। এরপরই তাঁকে যৌন নিগ্রহ করা হয়। ওই তরুণীকে মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে।অভিযোগ, এই ঘটনার কথা কাউকে জানালে ফল ভাল হবে না বলেও হুমকিও দেওয়া হয় তরুণীকে। যদিও পুলিশকে ওই তরুণী জানান, অভিযুক্তর অত্যাচারের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসার পরই তিনি হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন।

    শুক্রবার রাতেই পুলিশের আধিকারিকরা ওই হস্টেলে যান। পুলিশ তদন্ত শুরু করে। একজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় শুক্রবার দক্ষিণ শহরতলির হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তরুণীকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়েই তৎপর হয়ে ওঠেন হরিদেবপুর থানার আধিকারিকরা। পুলিশের সূত্র জানিয়েছে, রাতেই কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ছাত্র ম্যানেজমেন্টে বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া।
  • Link to this news (আজকাল)