বাংলার বাড়ি: ‘কাটমানি চাওয়ায়’ বদলি বিডিও অফিসের দুই কর্মী
বর্তমান | ১৪ জুলাই ২০২৫
সংবাদদাতা, দিনহাটা: বাংলার বাড়ি প্রকল্পে ঘর বরাদ্দের ক্ষেত্রে দুর্নীতি রুখতে কড়া অবস্থান নিল কোচবিহার জেলা প্রশাসন। কাটমানি চাওয়ার অভিযোগে দুই সরকারি কর্মচারীকে দিনহাটা-২ ব্লক থেকে বদলি করে পাঠানো হয়েছে তুফানগঞ্জ-২ এবং সিতাই ব্লকে। সরকারি প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে এমন পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার সূত্রপাত নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে। রাজ্যজুড়ে যখন বাংলার বাড়ি প্রাপকদের তালিকা যাচাইয়ের কাজ জোরকদমে চলছে, ঠিক সেই সময় দিনহাটা-২ ব্লকের নয়ারহাটে উপভোক্তাদের বাড়ি বাড়ি যাচ্ছিলেন প্রশাসনের দুই কর্মী। অভিযোগ, তালিকাভুক্ত হতে গেলে উপভোক্তাদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে ঘুষ দাবি করা হচ্ছিল। অভিযোগ, টাকা না দিলে তালিকা থেকে নাম কেটে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছিল। একাধিক দুঃস্থ মানুষ আবাস যোজনার ঘরের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন। তাঁরা যখন টাকা দিতে অপারগ বলে জানান, তখন তাঁদের ভয় দেখানো শুরু হয়।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। ঠিক তখনই নয়ারহাটে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। কর্মসূচির মঞ্চ থেকেই তিনি ঘর বরাদ্দের নামে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন। সভা শেষে পঞ্চায়েত সদস্যদের কাছ থেকে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ শুনে তিনি সরাসরি জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।
তৃণমূল কংগ্রেস পরিচালিত নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের সদস্য মনসুর আলি বলেন, উপভোক্তাদের তালিকা যাচাই করতে গিয়ে ওই দুই সরকারি কর্মচারী টাকা দাবি করছিলেন। এমনকী উপভোক্তাদের বলছিলেন, পাঁচ হাজার টাকা না দিলে তালিকায় নাম থাকবে না। বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে মন্ত্রীর কাছে অভিযোগ জানাই। এরপর এমন পদক্ষেপ প্রশাসনের। সরকারি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা চাই, স্বচ্ছতার সঙ্গে তালিকা তৈরি হোক। প্রকৃত দরিদ্র লোক মাথার উপর ছাদ পান।
দিনহাটা-২ এর বিডিও নীতিশ তামাং বলেন, জেলা প্রশাসনের নির্দেশে ওই দুই কর্মচারীকে বদলি করা হয়েছে।
মন্ত্রী উদয়ন গুহ বলেন, দুই সরকারি কর্মচারীর বদলির বিষয় নিয়ে কিছু বলতে চাই না। তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার গরিব মানুষের মাথার উপর ছাদ দেওয়ার এই প্রকল্প নিয়ে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। দিনহাটা-২ ব্লক অফিস। - নিজস্ব চিত্র।