• দাঁড়িয়ে থাকা স্কুটারে ধাক্কা গাড়ির, মৃত্যু বাবা-ছেলের
    বর্তমান | ১৪ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরার সন্ন্যাসী চা বাগানের কাছে দাঁড়িয়ে থাকা স্কুটারে গাড়ি ধাক্কা মারার ফলে মৃত্যু হল ১৩ বছরের কিশোর ও তার বাবার। আহত হয়েছেন কিশোরের মা ও গাড়ির চালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে বাগডোগরার সন্ন্যসী চা বাগানের কাছে এশিয়ান হাইওয়ে-২’তে। পুলিস জানিয়েছে মৃতরা হলেন মনবাহাদুর তামাং (৪৬) ও ওয়াংগেল তামাং (১৩)। মৃতদের বাড়ি এমএম তরাইয়ে। মনবাহাদুরের স্ত্রী সুষমা তামাং উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি। গাড়ির চালকের নাম সুশান্তকুমার দাস। তাঁর বাড়ি বাগডোগরার বুড়ি বালাসনে। 

    স্থানীয়রা জানিয়েছেন, এশিয়ান হাইওয়ের পাশে দাঁড়িয়েছিল স্কুটারটি। স্কুটারে স্বামী-স্ত্রী ও ওই কিশোর ছিল। তাঁরা এমএম তরাইয়ের দিক থেকে বাগডোগরার দিকে আসার রাস্তায় কোনও কারণে দাঁড়িয়েছিলেন। অপরদিকে, দ্রুতগতিতে আসা ছোট গাড়িটি দাঁড়িয়ে থাকা স্কুটারে সজোরে ধাক্কা মারে। এরপর রাস্তার ধারে উল্টে যায় গাড়িটি। দুমড়েমুচড়ে যায় স্কুটারটি। ঘটনায় আহত হন গাড়ির চালক সহ স্কুটারে থাকা ওই দম্পতি সহ তাঁদের ছেলে। তড়িঘড়ি স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক থাকায় সেখান থেকে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  সেখানে বাবা ও ছেলেকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালেই চিকিৎসাধীন মা ও গাড়ির চালক। পরে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিস এবং বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা। ঘাতক গাড়ি ও স্কুটারটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। এই রুটে সমস্ত গাড়ি অস্বাভাবিক গতিতে ছোটায় এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা সুভাষ ওরাওঁ বলেন, আগেও এলাকায় কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। বাগডোগরা থানার ওসি পার্থসারথি দাস জানিয়েছেন, দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এক মহিলা ও গাড়ির চালক গুরুতর আহত।
  • Link to this news (বর্তমান)