নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ভাটোলে বাংলাদেশ সীমান্তে বিএসএফের সঙ্গে সংঘর্ষে মৃত যুবক বাংলাদেশি। নাম মহম্মদ রাসেল। বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর গ্রামে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের পর বিএসএফ যুবকের পরিচয় জানতে পারে। এবার তার মৃতদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
শনিবার ভোরে উত্তর দিনাজপুর জেলার ভাটোলের পরিয়াল বিওপিতে কাঁটাতারের বেড়ার কাছে সশস্ত্র তাণ্ডব চালায় ছয় থেকে সাতজনের দুষ্কৃতী দল। অভিযোগ, তারা ভাটোল থেকে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টায় ছিল। তারা পরিয়াল বিওপির আন্তর্জাতিক সীমান্তে লাগানো তারকাঁটার বেড়া যন্ত্রের সাহায্যে কেটে ফেলে। একে একে সেই কাঁটাতার টপকে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টা চালায়। ওই সময় টহলরত বিএসএফের এক জওয়ানের নজরে পড়ে যায় বিষয়টি। তিনি দুষ্কৃতীদের আটকাতে যান। আত্মসমর্পণ করতে বলে বিএসএফ। কিন্তু দুষ্কৃতীরা জওয়ানের উপর সশস্ত্র হামলা চালায়। আত্মরক্ষার্থে ওই জওয়ান আক্রমণকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন। তাতে সেই হামলাকারীর মৃত্যু হয়। অজ্ঞাতপরিচয় সেই যুবকের গুলিবিদ্ধ দেহ পরে ভাটোল ফাঁড়ির পুলিসের সহযোগিতায় উদ্ধার করে আনা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই রবিবার মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। অন্যদিকে, আহত বিএসএফ জওয়ান এখন সুস্থ আছেন বলে জানিয়েছে বিএসএফ।
রায়গঞ্জের পুলিস সুপার সানা আখতার বলেন, নিয়মমতো বোর্ড গঠন করে এদিন গুলিবিদ্ধ দেহটির ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর ওই মৃতদেহ বাংলাদেশের সীমান্তরক্ষীদের হাতে তুলে দেবে বিএসএফ।