বৃষ্টির অভাবে জলাশয়ে পর্যাপ্ত জল নেই, পাট পচাতে সমস্যা
বর্তমান | ১৪ জুলাই ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: বৃষ্টির অভাব। শুকিয়ে গিয়েছে খাল, বিল। পাট কাটার পর তা পচাতে সমস্যায় পড়েছেন চাষিরা। এনিয়ে তাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কীভাবে তাঁরা পাট জাগ দিয়ে পচাবেন, তা নিয়ে উদ্বেগে পড়েছেন। কৃষকরা এনিয়ে কৃষিদপ্তরের সহযোগিতা চেয়েছেন তাঁরা।
কৃষিদপ্তর অবশ্য জানিয়েছে, বৃষ্টি না হওয়ার কারণে অবশ্যই সমস্যা হচ্ছে। তবে, এর আগেও দপ্তর থেকে পাট জাগ দেওয়ার বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছিল পাট গাছ যত লম্বা, সেই হিসেবে মাটিতে গর্ত করে পলিথিন দিতে হবে। তাতে জল দিয়ে পাট পচানো সম্ভব। পাশাপাশি, কৃষিদপ্তর এবং জেসিআই হাফ সেন্টারগুলিতে কিছু পাউডার পাওয়া যায়। সেটা দিয়েও দ্রুত পাট পচানো সম্ভব।
ময়নাগুড়ির পূর্বদহ এলাকার পাট চাষি পলাশ রায় বলেন, দু’বিঘা জমিতে পাট চাষ করেছি। আষাঢ় মাসে পাট কাটার কথা। কিন্তু জলাশয়ে জল নেই। পাট জাগ দেব কোথায়? পর্যাপ্ত বৃষ্টি না হলে পাট কাটতে পারছি না। বিষয়টি নিয়ে উদ্বেগে আছি। চূড়াভাণ্ডারের অপর কৃষক কমল রায় বলেন, দেড় বিঘা জমিতে পাট চাষ করেছি। আমাদের সমস্যা হল, এখানে জলে আয়রন রয়েছে। সেই জল পাম্প সেট দিয়ে তুলে পাট পচালে কালো হয়ে যাবে। এতে দাম পাব না।
অপর এক কৃষক ভূমিকা রায় বলেন, আমাদেরও একই অবস্থা। জলাশয়ে ও নিচু জায়গাগুলিতে জল নেই। ময়নাগুড়ি ব্লক কৃষি অধিকারিক কমলেশ বর্মন বলেন, কৃষকদের যে কোনও সমস্যায় আমরা পাশে রয়েছি। আগেও কম জলে পাট পচানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিজস্ব চিত্র