আজ থেকে মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণ ভূপবাহাদুরের মূর্তি স্থাপনের কাজ শুরু
বর্তমান | ১৪ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারে মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণ ভূপবাহাদুরের ৭ ফুট ২ ইঞ্চি পূর্ণাবয়ব মূর্তি পুরসভা নবদ্বীপ থেকে বানিয়ে এনেছে। সেই মূর্তিটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কোচবিহার অফিসের সামনেই বসানো হবে। আজ, সোমবার থেকেই সেই কাজ শুরু করা হবে। এমনটাই জানিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। পাথরের মূর্তিটি একটি নির্দিষ্ট উচ্চতার বেদির উপরে স্থাপন করা হবে। সেই সঙ্গে মূর্তির পাশে উদ্যান করার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে উদ্যান, আলো, মূর্তিতে এনবিডিডি অফিসের সামনে আমতলা এলাকার গুরুত্ব আলাদা মাত্রা পাবে, দাবি পুর কর্তৃপক্ষের।
কোচবিহার পুরসভা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিল জগদ্দীপেন্দ্রনারায়ণের মূর্তি বসানো হবে। কিন্তু এনবিডিডি অফিসের সামনে সেই মূর্তিটি বসাতে গেলে প্রশাসনের পক্ষ থেকে বাধা আসে। এরপরেই বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। মহারাজার মূর্তি বসাতে বাধা আসায় জেলাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। শুরু হয় আন্দোলনও। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন। তিনি উদয়নকে ফোনও করেন। এরপরেই জটিলতা কাটে।
এদিকে, পুর চেয়ারম্যান আগেই সাফ জানিয়ে দেন, যেখানে মূর্তি বসানোর কথা ছিল, সেখানেই বসানো হবে। জগদ্দীপেন্দ্রনারায়ণ ভূপবাহাদুরের যে মূর্তিটি নবদ্বীপ থেকে বানিয়ে আনা হয়েছে, সেটির ছবি রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রবি। চেয়ারম্যান বলেন, টেন্ডার করে দু’লক্ষ টাকা ব্যয়ে মূর্তিটি নবদ্বীপ থেকে বানিয়ে এনেছি। সোমবার থেকে এই কাজ শুরু হবে।
পুরসভার নির্ধারিত জায়গায় মূর্তি বসাতে গিয়ে বাধা আসায় আন্দোলনে শামিল হয়েছিলেন রবি ঘনিষ্ঠ নেতা পরিমল বর্মন, খোকন মিয়াঁ, পার্থপ্রতিম রায়রাও। পার্থপ্রতিম বলেন, মুখ্যমন্ত্রী সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। কোচবিহারবাসীর আবেগের মর্যাদা দিয়েছেন। পুরসভা কাজ করতে গিয়ে বাধা পায়। এনিয়ে জেলাজুড়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া জন্মেছিল। প্রতিবাদে লোকজন পথেও নেমেছিল। পুরসভা ওই জায়গাতেই মূর্তি বসাবে, এটা জেনে ভালো লাগছে।