দু’বছর ধরে একাদশে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়নি কোনও পড়ুয়া, বিপাকে স্কুল
বর্তমান | ১৪ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দু’বছর আগে স্কুলে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ চালুর অনুমোদন মিলেছে। কিন্তু এখনও পর্যন্ত একজন পড়ুয়াকেও ভর্তি করাতে পারেনি জলপাইগুড়ির মুন্ন্যাস হ্যাপি হোম হাইস্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, সায়েন্স ল্যাব বলতে যা বোঝায়, তার কিছুই নেই স্কুলে। সেকারণে পড়ুয়ারা ওই স্কুলে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাইছে না। এমনকী দশম শ্রেণি পাশের পর ওই স্কুলের যেসব পড়ুয়ার বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে, তারাও চলে যাচ্ছে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে। এই পরিস্থিতিতে পড়ুয়া বিহীন অবস্থায় কতদিন একাদশ-দ্বাদশে সায়েন্স বিভাগের অনুমোদন ধরে রাখা যাবে তা নিয়ে সংশয়ে স্কুল কর্তৃপক্ষ। এদিকে, পরিকাঠামো ছাড়াই কেন ওই স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ চালুর অনুমোদন দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের জন্য সায়েন্স ল্যাবের পরিকাঠামো বলতে যা বোঝায়, তা যে স্কুলে নেই স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক তনয়কান্তি দাস। তিনি বলেন, ছ’সাত বছর আগে যখন স্কুলে সায়েন্স বিভাগ চালুর জন্য শিক্ষাদপ্তর থেকে টিম পরিদর্শনে এসেছিল, সেসময় আমরা বিদ্যালয় তহবিলের টাকা দিয়ে ল্যাব তৈরি করেছিলাম। কিন্তু কয়েক বছর ধরে পড়ে থেকে সেসব এখন নষ্ট হয়ে গিয়েছে। ফলে নতুন করে আবার ল্যাবের পরিকাঠামো তৈরি করতে হবে। তা করতে গেলে যে টাকা দরকার, স্কুলের তহবিলে নেই। ফলে কিছু করা যাচ্ছে না। প্রধান শিক্ষকের দাবি, একাদশে যাতে স্কুলে সায়েন্স বিভাগে পড়ুয়ারা ভর্তি হয়, সেকারণে আমরা গতবারও চেষ্টা করেছি। এবারও কম চেষ্টা করা হয়নি। কিন্তু পড়ুয়ারা আগে জানতে চায়, ল্যাবের কী অবস্থা। ল্যাবের পরিস্থিতি দেখে আর আমাদের স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চায় না তারা।
সহকারী প্রধান শিক্ষক বিকাশ সেন বলেন, একাদশ-দ্বাদশে বিজ্ঞান বিভাগে পড়ানোর জন্য আমাদের স্কুলে শিক্ষক রয়েছেন। কিন্তু ল্যাব তৈরি করা না গেলে কী হবে। এবারও আমাদের দু’জন ছাত্র একাদশে সায়েন্স পড়ার জন্য অন্য স্কুলে ভর্তি হতে