নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নাবালিকা সহ তরুণীদের নিয়ে এসে চিনারপার্কের একটি হোটেলে চলছিল যৌন কারবার। ওই ঘটনায় রানাঘাটের এক যুবককে গ্রেপ্তার করল বাগুইআটি থানার পুলিস। এই ঘটনায় মোট দু’জনকে গ্রেপ্তার করা হল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সাগ্নিক শীল। গত জুন মাসে চিনারপার্কের একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিস এক তরুণী এবং এক নাবালিকাকে উদ্ধার করেছিল। তরুণী জেরায় জানিয়েছিলেন, যৌন কারবারের জন্য তাঁদের নিয়ে আসা হয়েছিল। পুলিস স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনাস্থল থেকে সব্যসাচী ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করেছিল। এবার আরও এক অভিযুক্ত সাগ্নিককেও গ্রেপ্তার করল।