জোকা-মাঝেরহাট মেট্রো: আজ থেকে যাত্রীবান্ধব নানা পরিষেবা
বর্তমান | ১৪ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধ, কলকাতা: জোকা-মাঝেরহাট মেট্রো রুটে আজ, সোমবার থেকে যুক্ত হচ্ছে একাধিক যাত্রীবান্ধব ব্যবস্থা। পরিষেবার সংখ্যা বৃদ্ধি, দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান হ্রাস ও শেষ মেট্রোর সময় বৃদ্ধি হবে বলে জানা গিয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর লক্ষ্যে কলকাতা মেট্রো এই পদক্ষেপ নিতে চলেছে। যার সৌজন্যে আজ সপ্তাহের প্রথম কাজের দিন থেকেই ৬২টি মেট্রো পরিষেবা বেড়ে হচ্ছে ৭২। একলাফে বাড়তি ১০টি মেট্রো পরিষেবা উপভোগ করতে পারবেন যাত্রীরা।
এর ফলে দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান স্বাভাবিকভাবেই কমবে। এতদিন জোকা-মাঝেরহাট পার্পল লাইনে ২৪ মিনিট অন্তর পরিষেবা পেতেন যাত্রীরা। আজ থেকে তা তিন মিনিট কমে যাচ্ছে। ২১ মিনিটের ব্যবধানে আপ-ডাউনে মেট্রো পাবেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, এই রুটে খুব অল্প সময়ের জন্য মেট্রো চলাচল করে। শনি-রবিবার এই মেট্রো পথ বন্ধ থাকে। সে ক্ষেত্রে সোম থেকে শুক্র রাতের দিকে সময় বাড়ানো হলে জনতার সুবিধা হবে। সেই দাবি মাথায় রেখে দিনের শেষ মেট্রোর সময় কিছুটা বাড়ানো হয়েছে। এতদিন জোকা-মাঝেরহাট করিডরে দিনের শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে যাত্রা করত রাত আটটায়। আজ থেকে তা ১৫ মিনিট সম্প্রসারিত হচ্ছে। অর্থাৎ জোকা ও মাঝেরহাট স্টেশন থেকে যাত্রী নিয়ে রাত আটটা ১৫ মিনিটে গন্তব্যের দিকে রওনা দেবে। যদিও দিনের শুরুর মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। জোকা ও মাঝেরহাট থেকে যথাক্রমে সকাল আটটা এবং সকাল সাতটা ৫৭ মিনিটে পরিষেবা চালু হবে।