বর্ষার শুরুতে বেহাল উল্টোডাঙার ওল্ড দুর্গাপুর সেতুর রাস্তা, ক্ষুব্ধ গাড়িচালকরা
বর্তমান | ১৪ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উল্টোডাঙার ওল্ড দুর্গাপুর ব্রিজের রাস্তার হাল ফের খারাপ হতে শুরু করেছে। রাস্তার দশা বেহাল। অথচ মাত্র আট মাস আগেই উড়ালপুলটির রাস্তার সংস্কার হয়েছিল। কিন্তু বর্ষার শুরু হতে না হতেই উঠে গিয়েছে পিচের আস্তরণ। বহু জায়গায় তৈরি হয়েছে গর্ত। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) জানিয়েছে, রাস্তা মেরামত করা হবে।
কলকাতা ও ভিআইপি রোড সংযোগকারী ওল্ড দুর্গাপুর ব্রিজের হাল গত বছর ধরে ছিল খারাপ। গতবছর পুজোর আগে ব্রিজের রাস্তার হাল ফেরাতে প্যাচওয়ার্ক হয়েছিল। পরে পুলিসের অনুমোদন নিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহ ও দ্বিতীয় সপ্তাহে রাস্তা বন্ধ করে দু’ধাপে সেতুর রাস্তার সংস্কার কাজ হয়। উঁচু হয়ে থাকা পিচ তুলে সমান করে দেওয়া হয় নতুন পিচের প্রলেপ। তারপর ১৫ ডিসেম্বর থেকে প্রায় নতুনভাবে তৈরি রাস্তায় যান চলাচল শুরু হয়। যাতায়াতে সুবিধা হয়েছে, বলে তখন জানিয়েওছিলেন একাধিক গাড়িচালক। কিন্তু দেখা গেল, চলতি বর্ষায় রাস্তাটি ফের আগের চেহারায় ফিরে যেতে শুরু করে দিয়েছে। গাড়ি চালাতে গিয়ে নাভিশ্বাস উঠছে চালকদের।
এক গাড়ি চালকের বক্তব্য, ‘যেন রোলার কোস্টারে ওঠার মতো পরিস্থিতি।’ অভিযোগ, উড়ালপুলের দু’প্রান্তের পথ মোটামুটি ঠিক থাকলেও সেতুটির মাঝখানে রাস্তার হাল খারাপ। একাধিক স্থানে তৈরি হয়েছে ছোট-মাঝারি আকারের গর্ত। তাতে বৃষ্টির জল জমছে। গর্ত ক্রমে বড় হচ্ছে। পিচের আস্তরণ উঠে গিয়েছে। নতুন খানা-খন্দ তৈরি হচ্ছে। অনেকের প্রশ্ন, ‘বর্ষা আসার সঙ্গে সঙ্গে নতুন তৈরি একটি রাস্তার পিচ এমনভাবে কী করে উঠে গেল?’ এই পথে অটো চালান সোমনাথবাবু। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে ব্রিজের অবস্থা খুব খারাপ ছিল। কিন্তু গত শীতে নতুন রাস্তা তৈরি হয়েছে। সবাই ভেবেছিল কয়েক বছর রাস্তা ঠিক থাকবে। কিন্তু কয়েকমাস বাদেই গাড়ি চালাতে গিয়ে ঝাঁকুনি খেতে হচ্ছে।’ বিষয়টি নিয়ে কেএমডিএ জানিয়েছে, রাস্তাটি সার্বিক সংস্কার করার কাজ হয়েছে। ওই পথে নিয়মিত ভারী যানবাহন, বড় আকারের লরি চলাচল করে। রোদের তাপেও পিচ গলে যাওয়ারও সমস্যা রয়েছে। সেই সঙ্গে অনবরত বৃষ্টির জেরে সম্ভবত পিচ উঠে যাচ্ছে। আবহাওয়া ঠিক হলে প্রয়োজনীয় মেরামত করা হবে। নিজস্ব চিত্র