• বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনে চুরি, ধৃত
    বর্তমান | ১৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনে তামার কেবল তার চুরির ঘটনায় প্রগতি ময়দান থানা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মনা খান। তাকে এদিন আলিপুর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিস জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে প্রগতি ময়দান থানা এলাকার বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনে (সায়েন্স সিটি ক্রসিং) চুরির ঘটনা ঘটে। কয়েক লক্ষ টাকার তামার কেবল তার চুরি যায় বলে অভিযোগ। পুলিস তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে মনাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতকে জেরা করে এই চুরি চক্রে জড়িত বাকিদের খোঁজ করার পাশাপাশি তামার কেবল উদ্ধারের চেষ্টা করা হবে।
  • Link to this news (বর্তমান)