• আশাদীপ মার্কেট সাজিয়ে অফিস করার পরিকল্পনা
    বর্তমান | ১৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে ২০১২ সালে বারাকপুর পুলিস কমিশনারেট তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শুরু হয়েছিল সিপি অফিসের জন্য জায়গা খোঁজা। প্রথমে অতিরিক্ত পুলিস সুপারের অফিস, কিছুদিন পরেই চিড়িয়া মোড়ের কাছে পাইপ রোডে বারাকপুর পুরসভার আশাদীপ মার্কেটে সিপি অফিস চালু হয়। বারাকপুর পুরসভা বহুতল মার্কেটের একটি অংশে সিপি অফিস চালু করার অনুমতি দেয়। কিন্তু সম্প্রতি নতুন সিপি অফিস তৈরি হওয়ার পর আশাদীপ মার্কেট পুরসভার হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

    এবার পুরসভার রাজস্ব বাড়াতে ওই বহুতলকে অনুষ্ঠান বাড়ি বা অফিস কমপ্লেক্স হিসেবে পরিচালনা করার ব্যাপারে চিন্তাভাবনা করছে বারাকপুর পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বর্তমানে ওই বহুতল মার্কেটে পুরসভার অনেকগুলি দোকান রয়েছে। কিছু দোকান বেহাত হয়ে গিয়েছে বলে অনিয়মের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা দখল করে রয়েছেন, তাঁদের হটিয়ে দেওয়া হবে। চিড়িয়ামোড়ের একেবারে কাছে, ওই বহুতল মার্কেট পুরসভা তৈরি করলেও দীর্ঘদিন ধরে পুলিস অফিস থাকায় সেভাবে জমে ওঠেনি। এখন সেই বিল্ডিংটি কীভাবে নতুন করে ব্যবহার করা যায়, সে ব্যাপারে ভাবনাচিন্তা শুরু হয়েছে। 

    এ ব্যাপারে বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, পুলিস কমিশনারেট তৈরি হওয়ার পর পুলিস কমিশনারের বসার জন্য আমরা বাড়িটি দিয়েছিলাম। এখন নতুন অফিস হওয়ার পরে  পুলিস ওই বাড়ি ছেড়ে দিয়েছে। চিড়িয়ামোড়ের একেবারে কাছে হওয়ায় সেটি অফিস কমপ্লেক্স করা যায় কি না সে নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। ইতিমধ্যে কেউ কেউ কয়েকটি দোকান নেওয়ার প্রস্তাব দিয়েছে। আমরা তা নিয়ে আলোচনা করছি। যাতে পুরসভার আয় বেশি হবে, সেটাই হবে বলে চেয়ারম্যান জানিয়েছেন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)