• স্বাস্থ্যপরীক্ষায় নিয়ে যাওয়ার সময় পলাতক আসামি, পরে গ্রেপ্তার
    বর্তমান | ১৪ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের সামনে থেকে চম্পট দিল এক আসামি। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের সুপার স্পেশালিটি হাসপাতালে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে চুরির ঘটনায় কাকদ্বীপ থানার পুলিস তিনজনকে গ্রেপ্তার করেছিল। শুক্রবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। এরপর ওই তিনজন আসামিকে থানার লক-আপে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। রবিবার বিকেল নাগাদ তাঁদের স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গাড়ি থেকে নামানোর সময় পুলিসের হাত ছাড়িয়ে এক আসামি পালিয়ে যায়। জানা গিয়েছে, ওই আসামি কালনাগিনী নদীতে ঝাঁপ দিয়ে উধাও হয়ে যায়।

    এই খবর চাউর হতেই পুলিস প্রসাশন তল্লাশি শুরু করে। শেষ পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা পর হারউড পয়েন্ট কোস্টাল থানার ময়নাপাড়া এলাকা থেকে ওই আসামিকে পুলিস আবার গ্রেপ্তার করে। ওই আসামির বিরুদ্ধে হারউড পয়েন্ট কোস্টাল থানায় নতুন করে একটি মামলা রুজু করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)