সংবাদদাতা, বনগাঁ: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্ত। ধৃতের নাম অমিত মণ্ডল। শনিবার রাতে বাগদা থানার পুলিস বনগাঁ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। রবিবার নিজেদের হেফাজতে চেয়ে ধৃতকে আদালতে তোলে পুলিস। বিচারক তা মঞ্জুর করেন। তবে এই ঘটনায় অভিযোগ ছিল অমিতের স্ত্রী অর্পিতা অধিকারীর বিরুদ্ধেও। অমিত গ্রেপ্তার হলেও এখনও পলাতক তাঁর স্ত্রী। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিস।
সোমবার বাগদা বাজার এলাকায় ওই গ্রাহক সেবা কেন্দ্রে তালা ঝোলানো অবস্থায় দেখতে পান গ্রাহকরা। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রাহকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। মঙ্গলবার গ্রাহক সেবা কেন্দ্রের সামনে কয়েকশো গ্রাহক ভিড় করে বিক্ষোভ দেখান। ওই গ্রাহক সেবা কেন্দ্রটি বাগদার বাসিন্দা অমিত মণ্ডল ও তাঁর স্ত্রী অর্পিতা অধিকারী পরিচালনা করতেন। অভিযোগ, গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন তাঁরা। এনিয়ে গ্রাহকরা থানায় অভিযোগ করেন।