• ভিনরাজ্যে বাঙালি হেনস্থা, প্রতিবাদে ১৬ জুলাই পথে নামবেন মমতা
    দৈনিক স্টেটসম্যান | ১৪ জুলাই ২০২৫
  • বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠছে লাগাতার। এবার আর সমাজমাধ্যমে অথবা সাংবাদিক বৈঠক করে প্রতিবাদ নয়, আগামী ১৬ জুলাই রাজপথে নামবেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারে তৃণমূলের এই মহামিছিলে নেতৃত্ব দেবেন খোদ দলনেত্রী মমতা। বেলা ১ টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে এই মিছিলটি শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতাকর্মী-সমর্থকরা শামিল হবেন বলেই জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

    এখানেই শেষ নয়, একই দিনে দুপুর দু’টো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচিও হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার সাংবাদিক বৈঠক করে ভিনরাজ্যে বাঙালি হেনস্তা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন চন্দ্রিমা। তিনি বলেন, ‘আমরা অবাক, এ কোন দেশ! বিজেপি শাসিত যে কোনও রাজ্যে গেলেই, বাঙালিদের হেনস্তা করা হচ্ছে। বাংলার অস্মিতাকে অপমান করা হচ্ছে প্রতি মুহূর্তে! আর এই অপরাধমূলক কাজে মদত দিচ্ছে কেন্দ্র সরকার। বাংলার মানুষ আতঙ্কিত, বাঙালি হলেই বিদ্যুৎ, জলের লাইন কেটে দিচ্ছে। পরিচয়পত্র থাকলেও কোনও লাভ হচ্ছে না। সেই সঙ্গে এনআরসি আতঙ্ক! আমরা এই অত্যাচারকে ধিক্কার জানাই। মুখ্যমন্ত্রী আগেও প্রতিবাদ করেছেন। এবারও প্রতিবাদ করবেন।’

    সাংবাদিক বৈঠকের মঞ্চ থেকেই ১৬ জুলাই মিছিলের কথা ঘোষণা করেন মন্ত্রী চন্দ্রিমা। পাশাপাশি তিনি জানিয়েছেন, একইদিনে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত জেলায় জেলায়ও মিছিল হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা। তাঁর দাবি, বারংবার কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের চিঠি দেওয়ার পরেও কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি। উল্টে যারা এই অপরাধ করছে, তাদের মদত দিচ্ছে বিজেপি-শাসিত সরকার। মন্ত্রীর অভিযোগ, কোচবিহারের এক মহিলা বিয়ে করে আসমে গিয়ে এনআরসি থেকে বাদ পড়েছেন। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে তাঁকে।

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওঁর দাম্পত্য জীবনকে অপমান করা হল। এটা এক ধরনের জাতিবিদ্বেষ। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’ সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আদমশুমারির প্রসঙ্গে মন্তব্য করেন, যাঁরা নিজেদের মাতৃভাষা বাংলা বলছেন, তাঁরা নাকি ‘বাংলাদেশি’। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের মতে, এটা সরাসরি বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের অপমান। এই পরিস্থিতিতে প্রতিবাদে নেতৃত্ব দিতে আগামী মঙ্গলবার কলকাতার রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ও বাঙালিকে অপমান করলে রাস্তায় জবাব দেবে তৃণমূল– মিছিল থেকে এই বার্তাই দেবেন দলের সুপ্রিমো।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)