• Breaking News Live: দিল্লির দুই স্কুলে বোমাতঙ্ক, চলছে তল্লাশি
    এই সময় | ১৪ জুলাই ২০২৫
  • দিল্লির চাণক্যপুরীর নেভি চিলড্রেন স্কুল এবং দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুলে ফোন করে বোমা রাখার হুমকি দেওয়া হয় বলে খবর। পৌঁছে গিয়েছে পুলিশ ও বম্ব স্কোয়াড। চলছে তল্লাশি।

    রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। সকালে আমবাগান থেকে উদ্ধার হলো নিখোঁজ শ্রমিকের দেহ। খুনের অভিযোগ তুলেছে পরিবার। খুন করার পর তাঁকে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। মালদার ইংলিশ বাজার থানার গোপালপুর পাহাড়িপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম শ্যামল পাহাড়ি।

    অন্ধ্রপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নয় জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। আন্নামাইয়া জেলায় রবিবার রাতে দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১০ জন শ্রমিক। আম বোঝাই একটি ট্রাকে ছিলেন মৃত ও জখম শ্রমিকেরা। চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারান। তার জেরে ট্রাকটি রাস্তার ধারের লেকে পড়ে যায়। মৃতদের মধ্যে রয়েছেন পাঁচ জন মহিলা শ্রমিকও।

    খেজুরিতে আজ ১২ ঘণ্টার বন‌্ধ ডেকেছে বিজেপি। শুক্রবার খেজুরির জলসায় জোড়া রহস্যমৃত্যুকে কেন্দ্র করে বন‌্ধের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী।

    আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। অতিভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ছয় জেলাতে। বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।

    আজ ISS থেকে আনডকিং শুরু হবে। ১৪ জুলাই, বিকেল ৪.৩০টের সময় ISS থেকে রওনা দেবেন শুভাংশুরা। ১৫ জুলাই, বিকেল ৩টে নাগাদ শুভাংশুদের যান প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউন করবে। অপেক্ষায় প্রহর গুনছে শুভাংশুর পরিবার-সহ গোটা ভারত।

    কেরালার নার্স নিমিষা প্রিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেনের আদালত। ১৬ জুলাই সেই সাজা কার্যকর হওয়ার কথা। এই পরিস্থিতিতে মৃত্যুদণ্ড রদ নিয়ে ভারত সরকার যাতে ইয়েমেন সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালায়, সেই ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলা করেছে স্বেচ্ছাসেবী একটি সংগঠন-সহ আরও অনেকে। সোমবার সেই সব মামলার শুনানি হবে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে। ২০১৭ সালে ইয়েমেনের এক নাগরিককে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ ওঠে নিমিষার বিরুদ্ধে। সেই মামলায় নিমিষাকে ২০২০ সালে মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেনের আদালত। ২০২৩ সালে নিমিষার আপিল আবেদন খারিজ হয় আদালতে।

    আজ ফের নবান্ন অভিযানে নামবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এই অভিযানকে ঘিরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নবান্ন যাওয়ার রাস্তা গুলিতে ব্যারিকেড ও লোহার গার্ড রেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সাঁতরাগাছি স্টেশন, ফোরশোর রোড এবং হাওড়া ময়দান জি টি রোডেও ব্যারিকেড দেওয়া রয়েছে।

    রবিবার হয়েছিল প্রথম গ্রেপ্তারি।ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ-কে খুনের অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হলো।

  • Link to this news (এই সময়)