• দিনভর বৃষ্টি, নাকি তেজ দেখাবে রোদ? এক নজরে কলকাতার আবহাওয়া
    বর্তমান | ১৪ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা বৃষ্টি পিছু ছাড়ছে না কলকাতার। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির পরে সোমবারেও চিত্রে কোনও বদল নেই। বরং সকাল থেকে বেজার আকাশের মুখ। শহরের অনেকাংশে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই। আবহাওয়া দপ্তরেরও পূর্বাভাস মোতাবেক, কলকাতায় দিনভর আকাশ থাকবে মেঘলা। পাশাপাশি, একাধিক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও, শহরতলি এলাকাতেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে।হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ সোমবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার ও আগামীকাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী, এমনকী অতিভারী বৃষ্টিও হতে পারে। আজ, সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কিছু স্থানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর,দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলায়। আগামী কাল, মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস আছে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার জন্য। আপাতত বুধবার দক্ষিণবঙ্গের কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। আজ ও আগামী কাল ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর প্রভৃতি জেলায়।
  • Link to this news (বর্তমান)