• ২ গোলে এগিয়ে গিয়েও ড্র, পয়েন্ট নষ্ট ভবানীপুরের, বৃষ্টিতে স্থগিত মহামেডান ম্যাচ
    প্রতিদিন | ১৪ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার কলকাতা লিগের ম্যাচটি ভবানীপুর ক্লাবের কাছে ছিল কার্যত প্রত্যাবর্তনের লড়াই। তাদের প্রতিপক্ষ ছিল শ্রীভূমি এফসি। গত ম্যাচে ডায়মন্ড হারবার এফসি’র কাছে হেরে কিছুটা ব্যাকফুটে ছিল ভবানীপুর। সেখান থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিলেন শাহিদ রমনের ছেলেরা। যদিও দু’বার এগিয়ে গিয়েও শ্রীভূমিকে হারাতে ব্যর্থ হল ভবানীপুর।

    নৈহাটি স্টেডিয়ামে শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলতে থাকেন ভবানীপুরের বিদ্যাসাগর, সামাদ, জোজো, রিকিরা। একাধিকবার শ্রীভূমির রক্ষণভাগে হানা চালান তাঁরা। ৩৫ মিনিটে বাঁ-প্রান্ত থেকে অসাধারণ মাইনাস করেন মুসাফির। বক্সের মধ্যে অরক্ষিত থাকা সুকুরাম সর্দার ছুটে এসে পারফেক্ট টাইমিংয়ে অনবদ্য গোল করে ভবানীপুরকে এগিয়ে দেন। ৪৪ মিনিটে বিদ্যাসাগর সিংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ করে ভবানীপুর। এক্ষেত্রে শ্রীভূমি ডিফেন্ডারদের বোঝাপড়ার অভাব চোখে পড়ে। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

    যদিও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে শ্রীভূমি। যদিও গৌতম ঘোষের ছেলেদের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৭৮ মিনিট পর্যন্ত। তবে শ্রীভূমির এই গোলের জন্য দায়ী ভবানীপুর গোলরক্ষক শঙ্কর রায়। তাঁর বাড়ানো পাস নিজ দলের খেলোয়াড়ের জায়গায় পেয়ে বসেন শ্রীভূমির ফুটবলার। পড়ে পাওয়া চোদ্দ আনার মতো বল পেয়ে গোল করতে ভুল করেননি পীযূষ সিকারওয়ার। ৮৪ মিনিটে ডানপ্রান্ত থেকে ভাসানো বলে হেডে গোল করে শ্রীভূমিকে সমতায় ফেরান সেই পীযূষই।

    অন্যদিকে, প্রবল বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় মহামেডান স্পোর্টিং বনাম আসোস রেনবো এসি’র ম্যাচ। বৃষ্টি না কমায় সেই ম্যাচ আর শুরু করা যায়নি। স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি কবে হবে, তা এখনও জানা যায়নি।
  • Link to this news (প্রতিদিন)