• বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনাচ্ছে, কবে থেকে বৃষ্টি কমতে পারে? IMD-র পূর্বাভাস
    আজ তক | ১৪ জুলাই ২০২৫
  • সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে, আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেইমতো সপ্তাহের প্রথম দিনের সকালটা শুরু হয়েছে বৃষ্টি মাথায় নিয়েই। আবহাওয়া দফতর জানাচ্ছে নিম্নচাপের প্রভাবে বাংলার জেলাগুলিতে দুর্যোগ আরও বাড়বে।  আরও কিছু দিন বৃষ্টি চলবে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ। আগামী কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? কবে কমবে বৃষ্টি? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

    নতুন করে নিম্নচাপ
    একটি নিম্নচাপ অঞ্চল দুর্বল হতে না হতেই নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেল দক্ষিণবঙ্গের উপকূলে। যার প্রভাবে আরও কিছু দিন বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। আজ, সোমবার দুপুরের মধ্যেই তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার জেরে আজ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। এ ছাড়াও রাজ্যের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভবনা রয়েছে।

    দক্ষিণবঙ্গের পরিস্থিতি
    বর্ষা সক্রিয় থাকার কারণে আপাতত প্রত্যেক জেলাতে বিক্ষিপ্ত ভাবে কমবেশি বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, পশ্চিমবঙ্গ উপকূলে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার জেরে দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি ৯ জেলায় বিক্ষিপ্ত বর্ষণের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ একে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে সোমবারের পর মঙ্গলবারেও চলবে বর্ষণ। মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে হলেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।  বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। বৃষ্টি বেশি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা আপাতত নেই।

    মৎস্যজীবীদের জন্য সতর্কতা
    হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপটি বর্তমানে উত্তর ওডিশা ও বাংলার উপকূলে অবস্থান করেছে। যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। সেই কারণে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের জেরে রাজ্যের উপকূলীয় জেলা ও পশ্চিমের জেলাগুলোতে বেশি থাকবে দুর্যোগের প্রভাব।

    উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
    নতুন সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আগামী শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আজ, সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।  আগামিকাল অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷

    কলকাতার আবহাওয়া
    শহর কলকাতায় সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে। কখনও তার দাপট বাড়ছে।  শহরে দিনভর আকাশ মেঘলা খারবে।  হাওয়া অফিস জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম।
  • Link to this news (আজ তক)