DVC ৫৫ হাজার কিউসেক জল ছেড়েছে, কোন কোন জেলায় প্লাবনের আশঙ্কা? ক্ষুব্ধ রাজ্য সরকার
আজ তক | ১৪ জুলাই ২০২৫
দক্ষিণবঙ্গে ফের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। একদিকে লাগাতার বৃষ্টি, অন্যদিকে রাজ্য সরকারকে না জানিয়েই ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) হঠাৎ বিশাল পরিমাণ জল ছেড়ে দেওয়ায় উদ্বেগ বাড়ল প্রশাসনের মধ্যে। শুক্রবার ডিভিসি ৫৫ হাজার কিউসেক জল ছেড়েছে, যা নিয়ে রাজ্যের সেচ দফতর চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছে। তাদের দাবি, পূর্ব সতর্কতা ছাড়াই জল ছাড়ায় ফের হাওড়া, হুগলি, বাঁকুড়া-সহ একাধিক জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্রের খবর, সেচ দফতরের পাঠানো এক কড়া ই-মেলে ডিভিসিকে প্রশ্ন করা হয়েছে, কেন পাঞ্চেত জলাধারের জলস্তর ৪১১ ফুটের আশেপাশে থাকা সত্ত্বেও এই জলছাড়া করা হল। উল্লেখ্য, এইসব জেলার অনেক জায়গা সম্প্রতি বন্যায় জর্জরিত ছিল, যেখানে এখনও পুনর্গঠনের কাজ চলছে। নতুন করে জলছাড়া সেই কাজ ব্যাহত করবে বলেই আশঙ্কা করছে রাজ্য।
এর আগেও রাজ্যকে না জানিয়েই জল ছেড়ে দেওয়ায় দক্ষিণবঙ্গে ‘ম্যানমেড বন্যা’র পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০১৭ এবং ২০২১ সালের ভয়াবহ বন্যার প্রসঙ্গ টেনে বিশেষজ্ঞরা বলছেন, অতিবৃষ্টি এবং অতিরিক্ত জলছাড়া একসঙ্গে হলে ফের ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, ভবিষ্যতে ডিভিসিকে জলছাড়ার আগে বাধ্যতামূলকভাবে আলোচনায় বসতেই হবে। না হলে এই ধরনের একতরফা সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনবে বলেই হুঁশিয়ারি দিয়েছে নবান্ন।