সংবাদদাতা, আলিপুরদুয়ার: রবিবার রাতের ঝড়ে আলিপুরদুয়ারে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। ঝড়ের তাণ্ডবে রাজাভাতখাওয়া,পানিঝোরা ও জয়ন্তী এলাকায় কয়েকটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়াতেই বেঁধেছে বিপত্তি। স্থানীয় সূত্রে খবর, রাজাভাতখাওয়া ও পানিঝোরা এলাকায় ৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়েছে। রবিবার রাত সাড়ে ১২ টা থেকে এই সব এলাকায় বিদ্যুৎ নেই। একইভাবে ঝড়ের জেরে রাত ১টা থেকে সোনাপুর, পলাশবাড়ি ও ফালাকাটাতেও বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। কিছুক্ষণ আগে ফালাকাটায় বিদ্যুৎ এলেও লো ভোল্টেজ সমস্যায় ভুগছেন বাসিন্দারা। যদিও পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা যুদ্ধকালীন ভিত্তিতে মেরামতের কাজ শুরু করেছে। বিদ্যুৎ বন্টন কোম্পানির আলিপুরদুয়ারের রিজিওনাল ম্যানেজার পার্থপ্রতীম মণ্ডল জানিয়েছেন, সোমবার সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করার সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে।