মুখ্যমন্ত্রীর নির্দেশে সংরক্ষণ ও উন্নয়ন হবে নলরাজার গড়ের, বৈঠকে জেলা প্রশাসন
বর্তমান | ১৪ জুলাই ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শুরু হতে চলেছে চিলাপাতার জঙ্গলের ঐতিহাসিক নলরাজার গড়ের সংরক্ষণ ও উন্নয়নের কাজ। বনদপ্তরের যাবতীয় বিধিনিষেধ মেনে পূর্তদপ্তরকে দিয়ে এই সংরক্ষণ ও উন্নয়নের কাজ হবে। রাজ্য হেরিটেজ কমিশন তার জন্য জেলা প্রশাসনকে চিঠিও দিয়েছে। নল রাজার গড়ের ঐতিহাসিক ও ভৌগলিক তথ্য সম্পর্কে জানতে যে কোনও সময় হেরিটেজ কমিশন জেলায় আসতে পারে। তার প্রস্তুতি হিসাবে সোমবার ডুয়ার্সকন্যায় আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটির সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। এই বৈঠকে উপস্হিত ছিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরিৎ কুমার চৌধুরী, বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত লোকসংস্কৃতি গবেষক প্রমোদ নাথ, জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান ও প্রশাসনের আধিকারিকরা।বিশেষ বিষয় হল, নল রাজার গড় নিয়ে অনেক ইতিহাসই লোকমুখে ঘোরাফেরা করে । কেউ বলেন এই গড় তৈরি হয়েছিল গুপ্ত যুগে। আবার কারও দাবি, মহাভারতের নল রাজা এই দুর্গ তৈরি করেছিলেন। তবে এই বিষয়টি নিয়ে যথেষ্ট মতভেদও রয়েছে। ঐতিহাসিক ভাবে এই দুর্গটি গুপ্তযুগে নল রাজার আদেশে, স্থানীয় বীর নেতা চিলা রায় এই দুর্গটি তৈরি করেছিলেন।