বকখালির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল কলকাতার যুবক, তল্লাশি
বর্তমান | ১৪ জুলাই ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে নামখানার বকখালি পর্যটন কেন্দ্রে। মৃত যুবকের নাম ইমতাজুল আরসিন (২৪)। বাড়ি কলকাতার মল্লিকপুর এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার একটি ছোট গাড়ি ভাড়া নিয়ে ৪ জন পর্যটক বকখালিতে ঘুরতে গিয়েছিলেন। ওই গাড়ির চালক ছিলেন ইমতাজুল। রবিবার বিকেল নাগাদ তাঁরা সবাই মিলে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। বেশ কিছুক্ষণ পর সবাই উপরে উঠে এলেও গাড়ি চালক ইমতাজুল সমুদ্রে তলিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। সোমবারও ওই যুবকের খোঁজে পুলিস প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে।