• বাইক-ট্যাক্সিতে লাগেজে বিধিনিষেধ, কড়া নির্দেশ পরিবহন দপ্তরের
    দৈনিক স্টেটসম্যান | ১৪ জুলাই ২০২৫
  • অ্যাপ-নির্ভর বাইক-ট্যাক্সি পরিষেবায় যাত্রীদের লাগেজের ওজন ও মাপ নিয়ে এবার কড়াকড়ি করার পথে হাঁটল রাজ্য পরিবহন দপ্তর। যাত্রী ও পথচারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। সম্প্রতি জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, বাইক-ট্যাক্সিতে সফরের সময় যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগের ওজন সর্বাধিক ১০ কেজি হওয়া যাবে। ব্যাগের দৈর্ঘ্য ৩৬ সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে এবং দু’পাশ দিয়ে ঝুলে থাকা অংশের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে।

    পরিবহন দপ্তরের যুক্তি, ভারী ও বড়সড় ব্যাগ বাইকে চাপলে ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। চলন্ত অবস্থায় বাইকের দিক থেকে ঝুলে থাকা লাগেজে ধাক্কা লাগতে পারে অন্যান্য যানবাহন কিংবা পথচারীর শরীরে, যার ফলে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। সম্প্রতি শহর ও শহরতলিতে এমন বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনার পরই এই নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, সমস্ত বাইক-ট্যাক্সিকে এবার থেকে হলুদ রঙের নম্বর প্লেট ব্যবহার করতে হবে, যাতে তারা অন্যান্য বাইকের থেকে আলাদা ভাবে চিহ্নিত হয়। পুলিশ ও পরিবহন দপ্তরের আধিকারিকদের এই নির্দেশ মানা হচ্ছে কি না, তা নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

    পরিবহন দপ্তরের এক আধিকারিক জানান, বাইক-ট্যাক্সি পরিষেবা শহরের পাশাপাশি জেলাতেও দ্রুত ছড়িয়ে পড়ছে। কিন্তু অনেক যাত্রী ভারী লাগেজ নিয়ে যাত্রা করেন, যা বিপজ্জনক। চালক আপত্তি জানালেও অনেক সময় যাত্রীরা তা উপেক্ষা করেন। এই থেকেই ঝুঁকির আশঙ্কা বাড়ে। পথ নিরাপত্তা সপ্তাহে এই নতুন নিয়মগুলিকে ঘিরে বিশেষ প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলায়। পরিবহন বিশেষজ্ঞদের মতে, এই বিধিনিষেধ সময়োপযোগী এবং প্রয়োজনীয় পদক্ষেপ। তবে এর বাস্তবায়ন কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)