বউকে ছেড়ে ফের বিয়ের ‘চাপ’, বীরভূমে জঙ্গল থেকে তরুণীর দেহ উদ্ধারে গ্রেপ্তার প্রেমিক
প্রতিদিন | ১৪ জুলাই ২০২৫
নন্দন দত্ত, সিউড়ি: বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য তরুণীর সঙ্গে পরকীয়া। বিয়ের জন্য চাপ দিতেই তাঁকে খুন করে জঙ্গলে দেহ ফেলে গেল যুবক। বীরভূমের (Birbhum) দুবরাজপুরে জঙ্গল থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনার একদিনের মধ্যেই কিনারা করল পুলিশ। তরুণীর প্রেমিককে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা।
ধৃত শেখ বাপন, রাজনগরের খাসবাজারের বাসিন্দা। শেখ বাপন চেন্নাইতে কর্মরত। গত কয়েকমাস বাড়িতে রয়েছে। স্ত্রী অন্তঃসত্ত্বা। সোশাল মিডিয়ায় দুবরাজপুরের ১০ নম্বর ওয়ার্ডে ইসলামপুরের খন্দেকার সালমা বিবির সঙ্গে আলাপ। জানা গিয়েছে, বিয়ের জন্য বাপনকে চাপ দিচ্ছিলেন সালমা। গত শুক্রবার মেলায় আসে দু’জনে। পুলিশ সূত্রে খবর, মেলায় কিছুক্ষণ ঘোরাফেরার পর দু’জনে বাইকে চড়ে রাধামাধবপুর জঙ্গলে যায়। পূর্ব পরিকল্পনামাফিক গলায় ওড়নার ফাঁস দিয়ে তরুণীকে খুন করে বাপন। দেহ জঙ্গলে ফেলে পালিয়ে যায় সে।
শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গলে তরুণীর দেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তদন্তে নেমে পুলিশ তরুণীর নাম, পরিচয় জানতে পারে। তারপর তদন্ত করে শেখ বাপনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কথা জানতে পারে। এরপরই সদাইপুর থানার পুলিশ শেখ বাপনকে রাজনগরের খাসবাজার থেকে গ্রেপ্তার করে। জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, ঘটনার একদিনের মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শেখ বাপনকে জেরা করা হচ্ছে। সোমবার তাকে সিউড়ি আদালতে তোলা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।