• নিষেধাজ্ঞা উড়িয়ে দুর্যোগের মাঝে সমুদ্রে স্নান, বকখালিতে তলিয়ে মৃত্যু পর্যটকের
    প্রতিদিন | ১৪ জুলাই ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কয়েকদিন ধরেই বঙ্গে দুর্যোগ চলছে। ফলে সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সেসবকে গুরুত্ব না দিয়ে বকখালিতে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেলেন পর্যটক। দীর্ঘ তল্লাশির পর সোমবার উদ্ধার হয়েছে যুবকের দেহ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

    জানা গিয়েছে, ওই যুবকের নাম ইমতাজুল আরফিন। তাঁর বয়স ২৪ বছর। বারুইপুরের মল্লিকপুরের বাসিন্দা তিনি। রবিবার তিন বন্ধুর সঙ্গে বকখালি বেড়াতে গিয়েছিলেন ওই যুবক। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে চলছে বৃষ্টি। উপকূলবর্তী এলাকার পরিস্থিতি জটিল। উত্তাল সমুদ্র, বাড়ছে জলস্তর। তারই মাঝে রবিবার দুপুরে নিষেধাজ্ঞা উড়িয়ে সমুদ্রে নামেন ইমতাজুল আরফিন। জলের স্রোতে তলিয়ে যান তিনি। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। সমুদ্রে নামানো হয় ডুবুরি।

    শেষ পাওয়া খবর অনুযায়ী, সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে দেড় থেকে ২ কিলোমিটার দূরে নামখানার পাতিবুনিয়ায় বিচের ধারে একটি জঙ্গলের মধ্য থেকে ওই যুবকের দেহ মেলে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খবর পাঠানো হয়েছে যুবকের বাড়িতে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে। মৃতের বন্ধুদের সঙ্গেও কথা বলা হবে।
  • Link to this news (প্রতিদিন)